রামনারায়ণ মালহোত্রা | |
---|---|
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সপ্তদশ গভর্নর | |
কাজের মেয়াদ ৪ ফেব্রুয়ারি ১৯৮৫ – ২২ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | অমিতাভ ঘোষ |
উত্তরসূরী | এস ভেঙ্কিটরমনন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৬ |
মৃত্যু | ২৯ এপ্রিল ১৯৯৭ | (বয়স ৭০–৭১)
জাতীয়তা | ভারতীয় |
দাম্পত্য সঙ্গী | আন্না রাজম মালহোত্রা |
স্বাক্ষর |
রামনারায়ণ মালহোত্রা [১] (১৯২৬[২] - ২৯ এপ্রিল ১৯৯৭ [৩][৪]) (যিনি আর এন মালহোত্রা নামে বেশি পরিচিত ) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের(আরবিআই) সপ্তদশ গভর্নর ছিলেন। তিনি ১৯৮৫ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি থেকে ১৯৯০ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন।[৫]
আর এন মালহোত্রা ভারতীয় প্রশাসনিক পরিষেবা'র আধিকারিক ছিলেন। আরবিআই-এর গভর্নর নিয়োগের আগে তিনি ভারত সরকারের অর্থ সচিব এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভারতের কার্যনির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার আমলেই পাঁচ শত টাকার নোট চালু হয়। [৬] তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে 8hq A পঞ্চাশ টাকার নোটে স্বাক্ষর করেন। ১৯৯০ খ্রিস্টাব্দের তিনি সিভিল সার্ভিসে অবদানের জন্য দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন।[৭]
আর এন মালহোত্রা ১৯৯২ খ্রিস্টাব্দ হতে চার বৎসর 'ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন'-এর সভাপতি-পরিচালক ছিলেন। [৮]
তাঁর স্ত্রী আন্না রাজম মালহোত্রা ছিলেন ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রথম মহিলা সদস্য ।
<ref>
ট্যাগ বৈধ নয়; award90-993
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি