আরজু | |
---|---|
পরিচালক | রামানন্দ সাগর |
প্রযোজক | রামানন্দ সাগর |
শ্রেষ্ঠাংশে | সাধনা শিবদাসানি রাজেন্দ্র কুমার ফিরোজ খান |
সুরকার | শঙ্কর জয়কিষণ |
পরিবেশক | সাগর আর্ট কোঅপারেশন |
মুক্তি | ১৫ জানুয়ারী ১৯৬৫ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আরজু (হিন্দি: आरज़ू, অনুবাদ 'ইচ্ছা') হচ্ছে ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। রামানন্দ সাগরের পরিচালনা এবং প্রযোজনায় চলচ্চিত্রটিতে সাধনা শিবদাসানি, ফিরোজ খান[১] এবং রাজেন্দ্র কুমার অভিনয় করেছিলেন। ১৯৬৫ সালের অন্যতম ব্যবসাসফল এবং দর্শকপ্রিয় হিন্দি চলচ্চিত্র ছিলো এটি।[২]
হাসরাত জয়পুরির গীতিতে চলচ্চিত্রটির গানগুলোর সুরকার ছিলেন শঙ্কর জয়কিষণ।
শিরোনাম | কণ্ঠশিল্পী |
---|---|
"জব ইশক কাহিঁ হো জাতা হ্যায়" | আশা ভোঁসলে, মুবারক বেগম |
"বেদর্দী বলমা তুঝকো" | লতা মঙ্গেশকর |
"আজি রুঠ কর আব কাহাঁ জায়েগা" | লতা মঙ্গেশকর |
"আজি হামসে বাচকর কাহাঁ জায়েগা" | মোহাম্মদ রফি |
"এ্যা ফুলো কি রাণী" | মোহাম্মদ রফি |
"এ্যা নার্গিস-এ-মাস্তানা" | মোহাম্মদ রফি |
"চলকে তেরি আঁখোঁ সে" | মোহাম্মদ রফি |