ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আরনট গ্রোয়নেভেল্ড দানজুমা | ||
জন্ম | ৩১ জানুয়ারি ১৯৯৭ | ||
জন্ম স্থান | লেগোস, নাইজেরিয়া | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ক্লাব ব্রুজ | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
–২০০৮ | এফসি উস | ||
২০০৮–২০১৪ | পিএসভি আইন্দোভেন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | পিএসভি আইন্দোভেন | ০ | (০) |
২০১৫–২০১৬ | → জং পিএসভি | ১ | (০) |
২০১৬–২০১৮ | এনইসি | ৩৬ | (৯) |
২০১৮– | ক্লাব ব্রুজ | ১০ | (৫) |
জাতীয় দল‡ | |||
২০১৮– | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ | ৪ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৯ আগস্ট ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
আরনট গ্রোয়নেভেল্ড দানজুমা (জন্ম: ৩১ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন নাইজেরীয় ফুটবলার, যিনি বেলজীয় ক্লাব ক্লাব ব্রুজ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] নাইজেরিয়ায় জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেন।
গ্রোয়নেভেল্ড ১৯৯৭ সালে নাইজেরিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা হচ্ছে ওলন্দাজ বংশোদ্ভূত এবং মা হচ্ছে নাইজেরীয় বংশোদ্ভূত; তাই তিনি এই দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন।[২][৩][৪] তিনি ২০১৮ সালে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি একজন যুব ফুটবলার হিসেবে খেলেন।[৫]
ক্রমিক নং | তারিখ | স্থান | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
1. | ১৬ অক্টবর ২০১৮ | কিং বাউদউইন স্টেডিয়াম, ব্রাসেলস, বেলজিয়াম | বেলজিয়াম | ১–১ | ১–১ | বন্ধুত্বপূর্ণ |
ওলন্দাজ ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |