ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ভারত | ২ আগস্ট ১৯৫৮|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৪ মার্চ ২০১৬ |
আরশাদ আইয়ুব (উর্দু: ارشد ایوب; ; জন্ম: ২ আগস্ট, ১৯৫৮) অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
দলে তিনি মূলতঃ ডানহাতে অফ ব্রেক বোলিং করতেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়েও সক্ষমতা দেখিয়েছেন তিনি। ১৯৮৭ থেকে ১৯৯০ সালের মধ্যে ১৩ টেস্ট ও ৩২ ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন তিনি।
১৯৮৭-৮৮ মৌসুমে দিল্লিতে অনুষ্ঠিত সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৬ রানের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নামলে তিনি একাকী লড়াই করে ৫ উইকেটের চারটিই দখল করেন।[১] এশিয়া কাপের ইতিহাসে প্রথম পাঁচ-উইকেট লাভ করার কৃতিত্ব অর্জন করেন তিনি। ৩১ অক্টোবর, ১৯৮৮ তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাকিস্তানের বিপক্ষে তিনি ৫/২১ লাভ করেছিলেন। খেলায় তিনি একে-একে রমিজ রাজা, আমির মালিক, শোয়েব মোহাম্মদ, নাভেদ আঞ্জুম এবং ওয়াসিম আকরামকে আউট করে দলের জয় নিশ্চিত করেন।[২]
১৯৯৮ সালে নিজনামে আরশাদ আইয়ুব ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই অনূর্ধ্ব-১৪ থেকে রঞ্জি ট্রফিতে অনেক খেলোয়াড় অংশ নিয়েছে। ২০১৩ সালে একাডেমি থেকে ২০জন শিক্ষার্থী হায়দ্রাবাদ রাজ্য দলসহ অনূর্ধ্ব-১৪, ১৬, ১৯, ২২ দল ও রঞ্জি ট্রফিতে অংশ নেয়।[৩]
জানুয়ারি, ২০১০ সালে বাংলাদেশ সফরে ভারত দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এছাড়াও এইচসিএ'র সভাপতি তিনি।