ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আরিফুল কবির ফরহাদ | |||||||||||||||||||
জন্ম | [১] | ১২ মার্চ ১৯৮০|||||||||||||||||||
জন্ম স্থান | চট্টগ্রাম, বাংলাদেশ | |||||||||||||||||||
উচ্চতা | ১.৬৫মি.[২] | |||||||||||||||||||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | |||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||
১৯৯৫-১৯৯৬ | ঢাকা আবাহনী | |||||||||||||||||||
১৯৯৭–২০০০ | ফরাশগঞ্জ এসসি | |||||||||||||||||||
২০০০ | → চট্টগ্রাম আবাহনী (ঋণ) | |||||||||||||||||||
২০০০-২০০২ | মুক্তিযোদ্ধা সংসদ | |||||||||||||||||||
২০০২-২০০৪ | ঢাকা মোহামেডান | |||||||||||||||||||
২০০৫-২০০৬ | ঢাকা আবাহনী | |||||||||||||||||||
২০০৭ | ঢাকা মোহামেডান | |||||||||||||||||||
২০০৮ | ব্রাদার্স ইউনিয়ন | |||||||||||||||||||
২০০৯-২০১১ | চট্টগ্রাম মোহামেডান | |||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||
১৯৯৫–২০০৬ | বাংলাদেশ | ১৫ | (৫) | |||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
আরিফুল কবির ফরহাদ (জন্ম ১২ মার্চ ১৯৮০) একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী পেশাদার ফুটবলার যিনি একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন।
১৯৯৫ সালে, মিয়ানমারে ৪-জাতি টাইগার ট্রফির সময় তার বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়।[৩] [৪] ফরহাদ ২০০৩ সালের সাফ গোল্ড কাপের গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন।[৫] [৬]
বাংলাদেশ জিতে (৩-০) এবং গ্রুপের শীর্ষে থাকায় তিনি সেই খেলায় একটি ব্রেস পেতে সক্ষম হন। ২০০৫ সালের সাফ গোল্ড কাপে ভুটানের বিপক্ষেও ফরহাদ কয়েকটি গোল পেয়েছিলেন।[৭] ১৬ আগস্ট ২০০৬-এ, ফরহাদ বাংলাদেশের হয়ে তার শেষ খেলাটি খেলেন কাতারের কাছে ৪-১ হারে।[৮]
বাংলাদেশ | ||
---|---|---|
বছর | অ্যাপস | গোল |
১৯৯৫ | ১ | ০ |
২০০৩ | ৭ | ৩ |
২০০৫ | ৫ | ২ |
২০০৬ | ২ | ০ |
মোট | ১৫ | ৫ |
স্কোর এবং ফলাফলের তালিকায় প্রথমে বাংলাদেশের গোল সংখ্যা
# | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ১৫ জানুয়ারী ২০০৩ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা | ভুটান | ১ –০ | ৩-০ | ২০০৩ দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ |
২. | ১৫ জানুয়ারী ২০০৩ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা | ভুটান | ২ –০ | ৩-০ | ২০০৩ দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ |
৩. | ২৭ মার্চ ২০০৩ | হংকং | লাওস | ১ –২ | ১-২ | ২০০৪ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা |
৪. | ৮ ডিসেম্বর ২০০৫ | পিপলস ফুটবল স্টেডিয়াম, করাচি | ভুটান | ১ –০ | ৩-০ | ২০০৫ দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ |
৫. | ৮ ডিসেম্বর ২০০৫ | পিপলস ফুটবল স্টেডিয়াম, করাচি | ভুটান | ২ –০ | ৩-০ | ২০০৫ দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ |
অবসর গ্রহণের পর, ফরহাদ তার নিজ শহর চট্টগ্রাম জেলা ফুটবল দলের প্রতিনিধিত্ব করেন এবং চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের সাথে এম এজেন্সি ভেটেরান ফুটবল টুর্নামেন্টেও খেলেন।[৯]
মুক্তিযোদ্ধা সংসদ কেসি
ঢাকা মোহামেডান