এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০১৭) |
আরিস্তিদ ব্রিয়ঁ | |
---|---|
৫৫তম ফ্রান্সের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৯ জুলাই ১৯২৯ – ২ নভেম্বর ১৯২৯ | |
পূর্বসূরী | রেমোঁ পোয়েঁকারে |
উত্তরসূরী | অঁদ্রে তারদিও |
কাজের মেয়াদ ২৮ নভেম্বর ১৯২৫ – ২০ জুলাই ১৯২৬ | |
পূর্বসূরী | পোল পেঁল্যভে |
উত্তরসূরী | এদুয়ার এরিয়ো |
কাজের মেয়াদ ১৬ জানুয়ারি ১৯২১ – ১৫ জানুয়ারি ১৯২২ | |
পূর্বসূরী | জর্জ লেইগ |
উত্তরসূরী | রেমোঁ পোয়েঁকারে |
কাজের মেয়াদ ২৯ অক্টোবর ১৯১৫ – ২০ মার্চ ১৯১৭ | |
পূর্বসূরী | রনে ভিভিয়ানি |
উত্তরসূরী | আলেকসান্দ্রে রিবো |
কাজের মেয়াদ ২১ জানুয়ারি ১৯১৩ – ২২ মার্চ ১৯১৩ | |
পূর্বসূরী | রেমোঁ পোয়েঁকারে |
উত্তরসূরী | লুই বার্থু |
কাজের মেয়াদ ২৪ জুলাই ১৯০৯ – ২ মার্চ ১৯১১ | |
পূর্বসূরী | জর্জ ক্লেমঁসো |
উত্তরসূরী | এরনেস্ত মনি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নঁতে, ফ্রান্স | ২৮ মার্চ ১৮৬২
মৃত্যু | ৭ মার্চ ১৯৩২ প্যারিস, ফ্রান্স | (বয়স ৬৯)
রাজনৈতিক দল | এসএফআইও পিআরএস |
আরিস্তিদ ব্রিয়ঁ (ফরাসি : [a.ʁis.tid bʁi.jɑ̃]; ২৮ মার্চ ১৮৬২ - ৭ মার্চ ১৯৩২) ছিলেন ফরাসি রাজনীতিক যিনি ফরাসি তৃতীয় প্রজাতন্ত্রের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রাজনীতিক ১৯২৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
ব্রিয়ঁ ১৮৬২ সালের ২৮শে মার্চ নঁতের এক পেটি বুর্জোয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নঁতের লাইসে পড়াশোনা করেন। সেখানে লেখক জুল ভার্নের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।[১] তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং অচিরেই রাজনীতিতে যোগ দেন ও প্রগতিশীল আন্দোলনে জড়িত হন। তিনি সিন্ডিক্যালিস্ট সাময়িকী ল্য পোপ্ল-এ নিবন্ধ লিখতেন এবং কিছু সময় লঁতের্ন পরিচালনা করেন। এই সময়ে তিনি পেটিট রিপাবলিক পাস করেন এবং জঁ জোরের সাথে মিলে লুমানিত প্রতিষ্ঠা করেন।[২]