আরুবা ক্যারিবীয় সাগরে অবস্থিত নেদারল্যান্ডসের আওতাধীন একটি দ্বীপ। দ্বীপটি ভেনেজুয়েলার থেকে ২৭ কিলোমিটার উত্তরে অবস্থিত। ১৫১৫ সালে প্রথম স্পেনীয়রা তামার খনিতে কাজ করার জন্য কিছু লোক দ্বীপটিতে নিয়ে যায়। তারপর ডাচরা এক শতাব্দী পর এর নিয়ন্ত্রণ নেয়। ২০১৮ সালে দ্বীপটির আনুমানিক জনসংখ্যা হল ১০৫,৮৪৫ জন।[১][২] এদের মধ্যে কমপক্ষে ১,০০০ জন ইসলাম ধর্ম অনুসরণ করে।[৩]