আরেকটি প্রেমের গল্প | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | কৌশিক গাঙ্গুলি |
প্রযোজক | তপন বিশ্বাস |
রচয়িতা | কৌশিক গাঙ্গুলি |
কাহিনিকার | কৌশিক গাঙ্গুলি |
শ্রেষ্ঠাংশে | ঋতুপর্ণ ঘোষ যীশু সেনগুপ্ত ইন্দ্রনীল সেনগুপ্ত রাইমা সেন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আরেকটি প্রেমের গল্প ২০১০ সালের একটি ভারতীয় নাট্য চলচ্চিত্র। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা ও কাহিনী লিখেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষ ও ইন্দ্রনীল সেনগুপ্ত। ঋতুপর্ণ ঘোষ একজন সমকামী চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন। যাত্রাশিল্পী চপল ভাদুড়ির ব্যক্তিজীবনের গল্পের অনুসরণে এগিয়ে গেছে কাহিনী। ভারতে সমকামীদের স্বীকৃতি দেয়ার পরে এটিই প্রথম নির্মিত কোন সমকামী চলচ্চিত্র, যা ভারতের বাইরে ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[১]
বাংলা যাত্রা শিল্পের সূচনালগ্নে মেয়েরা যখন অভিনয় শুরু করেনি তখন পুরুষেরা মেয়েদের সাজে অভিনয় করতেন। নারী চরিত্রে অভিনয় করা বিখ্যাত বাঙালি যাত্রা শিল্পী চপল ভাদুড়ির ব্যক্তি জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণের উদ্দেশ্যে সমকামী পরিচালক অভিরূপ সেন তার উভকামী বয়ফ্রেন্ড বাসুকে সাথে নিয়ে কলকাতায় আসেন। এক পর্যায়ে স্থানীয় জনতার বাধার মুখে বীরভুমের হেতেমপুর নামক স্থানে ফরাসী প্রবাসী উদয়ের বাড়িতে বাকী অংশের শুটিং সম্পন্ন হয়। চপল ভাদুড়ীর গল্পের পাশাপাশি অভিরূপ সেনের ব্যক্তিজীবনের গল্প সমান্ত্রালে বয়ে চলে। এক পর্যায়ে বাসুর স্ত্রী মম শ্যুটিং স্পটে এসে হাজির হন। তিনি অভিরূপ এবং বাসুর গোপন সম্পর্কের কথা জানতে পারেন।