প্রতিষ্ঠিত | ১৯৩১[১] |
---|---|
বিলুপ্ত | ১৯৩৪[১] |
সদর দপ্তর | বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা |
ফিফা অধিভুক্তি | নেই |
আর্জেন্টিনা ফুটবল লিগ (ইংরেজি: Liga Argentina de Football; এছাড়াও সংক্ষেপে এলএএফ নামে পরিচিত) আর্জেন্টিনার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ছিল।[২] এই সংস্থাটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে ছিল। ১৯৩৪ সালে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে।
এই সংস্থাটি আর্জেন্টিনার আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো।[৩][৪] আর্জেন্টিনা ফুটবল লিগের সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিবুর্সিও পাদিয়া।