আর্ট কার্নি | |
---|---|
Art Carney | |
জন্ম | আর্থার উইলিয়াম ম্যাথু কার্নি ৪ নভেম্বর ১৯১৮ মাউন্ট ভারনন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৯ নভেম্বর ২০০৩ চেস্টার, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
সমাধি | রিভারসাইড সেমেটারি, ওল্ড সেব্রুক, কানেটিকাট |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৩৯-১৯৯৩ |
দাম্পত্য সঙ্গী | বারবারা আইজ্যাক (বি. ১৯৬৬; বিচ্ছেদ. ১৯৭৭) জিন মেয়ার্স (বি. ১৯৪০; বিচ্ছেদ. ১৯৬৫) জিন মেয়ার্স (বি. ১৯৮০; মৃ. ২০০৩) |
সন্তান | ৩ |
আর্থার উইলিয়াম ম্যাথু "আর্ট" কার্নি (ইংরেজি: Arthur William Matthew "Art" Carney; ৪ নভেম্বর ১৯১৮ - ৯ নভেম্বর ২০০৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। তিনি চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন ও বেতারে কাজ করেছেন। তিনি সিটকম দ্য হানিমুনারস-এ রাফ ক্রেমডেন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি হ্যারি অ্যান্ড টন্টো (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার ও সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[১]
টেলিভিশনে তিনি দ্য জ্যাকি গ্লিসন শো-এ অভিনয় করে ১৯৫৪, ১৯৫৫ ও ১৯৬৭ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে চারটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং ১৯৫৭ ও ১৯৬৬ সালে আরও দুটি মনোনয়ন লাভ করেন। এছাড়া দ্য হানিমুনারস-এ অভিনয় করে ১৯৫৬ সালে ও টেরিবল জো মোরান-এ অভিনয় করে ১৯৮৪ সালে আরও দুটি এমি পুরস্কার অর্জন করেন এবং ক্যাথরিন-এর জন্য ১৯৭৬ সালে, দ্য ক্যাভানফস-এর জন্য ১৯৮৭ সালে এবং হোয়্যার পিজিয়ন্স গো টু ডাই মিনিধারাবাহিকে অভিনয় করে ১৯৯০ সালে আরও তিনটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] লাস্ট অ্যাকশন হিরো (১৯৯৩) তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
১৯৫৪ | প্রাইমটাইম এমি পুরস্কার | ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | দ্য জ্যাকি গ্লিসন শো | বিজয়ী |
১৯৫৫ | নিয়মিত ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | বিজয়ী | ||
১৯৫৬ | ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | দ্য হানিমুনারস | বিজয়ী | |
১৯৫৭ | ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | দ্য জ্যাকি গ্লিসন শো | মনোনীত | |
১৯৬৬ | একক কাজের জন্য বিশেষ বিভাগ | মনোনীত | ||
১৯৬৭ | বিজয়ী | |||
১৯৬৮ | বিজয়ী | |||
১৯৭৪ | একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | হ্যারি অ্যান্ড টন্টো | বিজয়ী |
গোল্ডেন গ্লোব পুরস্কার | সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র | হ্যারি অ্যান্ড টন্টো | বিজয়ী | |
১৯৭৬ | প্রাইমটাইম এমি পুরস্কার | হাস্যরসাত্মক বা নাট্যধর্মী বিশেষ অনুষ্ঠানে পার্শ্ব অভিনেতার সেরা একক অভিনয় | ক্যাথরিন | মনোনীত |
১৯৮৪ | সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা | টেরিবল জো মোরান | বিজয়ী | |
১৯৮৭ | হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা | দ্য ক্যাভানাফস | মনোনীত | |
১৯৯০ | সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা মুখ্য অভিনেতা | হোয়্যার পিজিয়ন্স গো টু ডাই | মনোনীত |