আর্তুর ফ্রিডেনরাইখ

আর্তুর ফ্রিডেনরাইখ
১৯১৪ সালে ব্রাজিলের হয়ে আর্তুর
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৮৯২-০৭-১৮)১৮ জুলাই ১৮৯২
জন্ম স্থান সাও পাওলো, ব্রাজিল
মৃত্যু ৬ সেপ্টেম্বর ১৯৬৯(1969-09-06) (বয়স ৭৭)
মৃত্যুর স্থান সাও পাওলো, ব্রাজিল
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

আর্তুর ফ্রিডেনরাইখ (পর্তুগিজ: Arthur Friedenreich, ব্রাজিলীয় পর্তুগিজ: [aɾtˈur frˈiːdənrˌa͡ɪç]; ১৮ জুলাই ১৮৯২ – ৬ সেপ্টেম্বর ১৯৬৯) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। ভক্তদের কাছে দ্য টাইগার ডাকনামে পরিচিত আর্তুর তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় পাউলিস্তানো এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

আর্তুর ১৯১৪ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে ১৯৩০ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১৩ ম্যাচে ৬টি গোল করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট চারটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৯, ১৯২২ এবং ১৯২৫) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯১৯ এবং ১৯২২ সালে তিনি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আর্তুর কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আর্তুর ফ্রিডেনরাইখ ১৮৯২ সালের ১৮ই জুলাই তারিখে ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৬৯ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে, ব্রাজিলের সাও পাওলোতে ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ১৯১৪
১৯১৬
১৯১৯
১৯২২
১৯৩০
সর্বমোট ১৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]