আর্থার ওকনেল | |
---|---|
![]() | |
জন্ম | আর্থার জোসেফ ওকনেল ২৯ মার্চ ১৯০৮ |
মৃত্যু | ১৮ মে ১৯৮১ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৩)
সমাধি | কালভারি সেমেটারি, নিউ ইয়র্ক |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৩৮-১৯৮১ |
দাম্পত্য সঙ্গী | অ্যান হল ডানলপ (বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৭২) |
আর্থার জোসেফ ওকনেল (ইংরেজি: Arthur Joseph O'Connell; ২৯ মার্চ ১৯০৮ - ১৮ মে ১৯৮১) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি পিকনিক (১৯৫৫) ও অ্যানাটমি অব আ মার্ডার (১৯৫৯) চলচ্চিত্রে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১] তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য নেকড সিটি, ম্যান ইন দ্য গ্রে ফ্লানেল সুইট, বাস স্টপ, দ্য গ্রেট রেস, পকেট ফুল অব মিরাকলস, ফ্যান্ট্যাস্টিক ভয়েজ, এবং পসাইডন অ্যাডভেঞ্জার। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হল দ্য হাইডিং প্লেস (১৯৭৫), এতে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের লুকিয়ে রাখেন এমন একজন ঘড়ি-নির্মাতা চরিত্রে অভিনয় করেন।
ওকনেল ১৯৬২ সালে অ্যান হল ডানলপের (প্রদত্ত নাম: অ্যান বায়ার্ড হল; ১৯১৭-২০০০) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অ্যান হল ছিলেন তৃতীয় উইলিয়াম লেয়ার্ড ডানলপের (১৯০৯-১৯৬০) স্ত্রী। ১৯৭২ সালের ডিসেম্বর মাসে লস অ্যাঞ্জেলেসে ওকনেল ও অ্যান হলের বিবাহবিচ্ছেদ হয়।