আর্থার লিওনার্ড শলো | |
---|---|
![]() আর্থার লিওনার্ড শলো | |
জন্ম | মাউন্ট ভার্নন, নিউ ইয়র্ক | ৫ মে ১৯২১
মৃত্যু | ২৮ এপ্রিল ১৯৯৯ প্যালো অ্যাল্টো, ক্যালিফোর্নিয়া | (বয়স ৭৭)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | টরন্টো বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | বর্ণালীবীক্ষণ |
পুরস্কার | স্টুয়ার্ট ব্যালেন্টাইন পদক (১৯৬২) মার্কনি পুরস্কার (১৯৭৭) ![]() National Medal of Science (১৯৯১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | বেল ল্যাবস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া ইউনিভার্সিটি |
ডক্টরাল উপদেষ্টা | ম্যালকম ক্রফোর্ড |
আর্থার লিওনার্ড শলো (৫ই মে, ১৯২১ - ২৮শে এপ্রিল, ১৯৯৯) নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। লেজারের উপর গবেষণার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। এই গবেষণার জন্যই ১৯৮১ সালে নিকোলাস ব্লোমবের্গেন এবং কাই মানে বোরিয়ে সিগবানের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [১][২]
শলো ১৯৬১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন।