আর্মাকোন্ডা | |
---|---|
সীতামমা কোন্ডা | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ১,৬৮০ মিটার (৫,৫১২ ফু) |
তালিকাভুক্তি | ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা |
ভূগোল | |
অবস্থান | বিশাখাপত্তনম জেলা, অন্ধ্রপ্রদেশ, ভারত |
মূল পরিসীমা | পূর্বঘাট পর্বতশ্রেণী |
আরোহণ | |
সহজ পথ | Hike / scramble |
আর্মাকোন্ডা পূর্বঘাট পর্বতমালার উত্তরের একটি পর্বতশৃঙ্গ, যা গোদাবরী নদী অববাহিকায় অবস্থিত। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলায় অবস্থিত।
গোদাবরী নদী অববাহিকায় অবস্থিত আর্মাকোন্ডা অন্ধ্রপ্রদেশ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ১,৬৮০ মিটার। এটি পূর্বঘাট পর্বতশ্রেণীরও উচ্চতম শৃঙ্গ। ভারতীয় জরিপ বিভাগের মানচিত্র অনুযায়ী এর নাম সীতামমা কোন্ডা (Sitamma Konda)।[২]