আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র | |
---|---|
![]() | |
জন্ম | November 19, 1915 |
মৃত্যু | March 9, 1974 |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস Washburn University |
পরিচিতির কারণ | epinephrine, cyclic AMP |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭১ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Carl Cori, Gerty Cori |
আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র (১৯ নভেম্বর ১৯১৫ - ৯ মার্চ ১৯৭৪[১]) একজন মার্কিন ফার্মাকোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ। তিনি ১৯৭১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[২]
সাদারল্যান্ড ১৯১৫ সালের ১৯ নভেম্বর কানসাসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এ প্রাণরসায়নের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।