আর্সেনিয়েভ Арсеньев | |
---|---|
শহর | |
আর্সেনিয়েভের দৃশ্য | |
লুয়া ত্রুটি: ।আর্সেনিয়েভের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৪°১০′ উত্তর ১৩৩°১৫′ পূর্ব / ৪৪.১৬৭° উত্তর ১৩৩.২৫০° পূর্ব | |
দেশ | রাশিয়া |
ফেডারেল বিষয় | Primorsky Krai |
প্রতিষ্ঠাকাল | 1895 |
সরকার | |
• Head | Alexander Dronin |
আয়তন | |
• মোট | ৯০.৭৪ বর্গকিমি (৩৫.০৩ বর্গমাইল) |
উচ্চতা | ১৭০ মিটার (৫৬০ ফুট) |
জনসংখ্যা (২০১০ আদমশুমারি)[১] | |
• মোট | ৫৬,৭৫০ |
• ক্রম | ২০১০ এ 291st |
• জনঘনত্ব | ৬৩০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
• অধীনস্ত | Arsenyev Town Under Krai Jurisdiction |
• রাজধানী | Arsenyev Town Under Krai Jurisdiction |
• শহুরে জেলা | Arsenyevsky Urban Okrug |
• রাজধানী | Arsenyevsky Urban Okrug |
সময় অঞ্চল | [২] (ইউটিসি+10) |
ডাক কোড[৩] | 692330, 692331, 692335, 692337, 692338, 692342–692346, 692348, 692679, 692688 |
ডায়ালিং কোড | +৭ 42361 |
OKTMO আইডি | 05703000001 |
ওয়েবসাইট | ars |
2010 Census | 56,750[১] |
---|---|
2002 Census | 62,896[৪] |
1989 Census | 70,032[৫] |
1979 Census | 60,097[৬] |
আর্সেনিয়েভ (রুশ: Арсе́ньев) রাশিয়ার প্রিমারস্কি ক্রাইয়ের একটি শহর। এটি ক্রাইয়ের প্রশাসনিক কেন্দ্র ভ্লাদিভোস্টকের প্রায় ১৬০ কিলোমিটার (৯৯ মাইল) উত্তর-পূর্বে দিকে অবস্থিত। ২০১০ সালের আদমশুমারি অনুসারে শহরের মোট জনসংখ্যা ৫৬,৭৫০ জন।[১] এটি পূর্বে সেমিওনকা (১৯৫২ সাল অবধি) নামে পরিচিত ছিল।
আর্মেনিয়েভের ইতিহাস শুরু হয় ১৮৯৫ সাল থেকে, যখন সেমিওনভকা (Семёновка) প্রতিষ্ঠিত হয়। [২] প্রথম বসতির বাসিন্দারা হলেন পুরাতন বিশ্বাসীরা। এখানে ১৯০১ সালে ইউক্রেনের পোলতভা ওব্লাস্টের থেকে আগত অভিবাসী কৃষকরা বসতি স্থাপন করেন। এই বসতিকে ১৯৩৭ সালে একটি শাখা-রেলপথের দ্বারা ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ের সাথে সংযুক্ত করা হয়। সেমিয়ানোভায় ১৯৪০ সালে রাশিয়ার সুদূর পূর্বের প্রথম বিমান চলাচল কেন্দ্র নির্মিত হয়, যা বর্তমানে প্রগ্রেস আর্মেনিয়েভ এয়ারক্রাফ্ট ওয়ার্কস নামে পরিচিত। সেমিওনভকাকে ১৯৫২ সালে শহরের মর্যাদা প্রদান করা হয় এবং ১৯১২ সালে সেমিওনভকা ভ্রমণকারী পূর্ব প্রাচ্যের একজন গবেষক, বিজ্ঞানী, ভ্রমণকারী ও লেখক ভ্লাদিমির আর্সেনিয়েভের নামে শহরটিকে আর্সেনিয়েভ[২] নামে নামকরণ করা হয়।
স্নায়ুযুদ্ধের সময় আর্মেনিয়েভের উত্তর-পূর্বে ভারফোলোমিয়েভকায় একটি বিমান ঘাঁটি ছিল।
শহরের অর্থনীতিতে ১৯৯৯ সাল পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগ প্রাধান্য লাভ করেছে। সংস্থাসমূহের কর্মীদের জনসংখ্যায় সক্ষম শরীরের কর্মীরাদের দুই-তৃতীয়াংশ অন্তর্ভুক্ত। অন্যান্য শিল্পগুলিতে অতিরিক্ত ১২,০০০ জনকে নিয়োগ করে। আর্সেনিয়েভে প্রায় ৪,০০০ জন কর্মহীন রয়েছেন। শহরের বৃহত্তম উদ্যোগ আসকোল্ড শিপ বিল্ডিং প্ল্যান্ট ও প্রগ্রেস (অগ্রগতি), সাধারণত সামরিক পণ্য উৎপাদন করে।