আর্সেনুরা প্যান্ডোরা | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | অ্যানিমালিয়া |
পর্ব: | আর্থ্রোপোডা |
শ্রেণী: | ইনসেক্টা |
বর্গ: | লেপিডোপ্টেরা |
পরিবার: | স্যাটারনিডেয়া |
গণ: | আর্সেনুরা |
প্রজাতি: | আ. প্যান্ডোরা |
দ্বিপদী নাম | |
আর্সেনুরা প্যান্ডোরা (ক্লাগ, ১৮৩৬) | |
প্রতিশব্দ | |
|
আর্সেনুরা প্যান্ডোরা হল স্যাটারনিডেয়া পরিবারের একটি মথ। জানা গেছে, এটি সর্বপ্রথম ব্রাজিল-এ পাওয়া গিয়েছে।[১]
আর্সেনুরা প্যান্ডোরার ঘনিষ্ঠ প্রজাতির একটি হল আর্সেনুরা আরমিদা। এটিও ব্রাজিলে পাওয়া যায়।
প্রজাতিটি ১৮৩৬ সালে প্রথম বর্ণিত হয়। এটি সর্বপ্রথম বর্ণনা করেন জীববিজ্ঞানী ক্লাস।