আল-আকসা টিভি | |
---|---|
উদ্বোধন | ৯ জানুয়ারি ২০০৬ |
নেটওয়ার্ক | আল-আকসা মিডিয়া নেটওয়ার্ক |
মালিকানা | হামাস |
স্লোগান | আরবি: عينك علي الوطن |
দেশ | ফিলিস্তিন |
ভাষা | আরব |
প্রচারের স্থান | মধ্যপ্রাচ্য, ওয়েবে প্রচার |
প্রধান কার্যালয় | গাজা |
ওয়েবসাইট | aqsatv |
স্ট্রিমিং মিডিয়া | |
আকসা টিভি | সরাসরি সম্প্রচার (২৪/৭) |
আল-আকসা টিভি (আরবি: قناة الأقصى) হল হামাস পরিচালিত অফিসিয়াল টিভি চ্যানেল।[১] এটি সংবাদ, হামাসের কার্যক্রমকে তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান,[২] শিশুতোষ অনুষ্ঠান (যেমন: আগামীর অগ্রদূত) এবং ধর্মীয় ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।[৩] বর্তমানে চ্যানেলটি ফিলিস্তিনী আইন পরিষদের সদস্য ফাতহি হামাদ কর্তৃক পরিচালিত হচ্ছে।[৪]