এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (মে ২০২৩) |
লেখক | আবু মনসুর আল-বাগদাদি |
---|---|
ভাষা | আরবি |
বিষয় | আকিদাহ |
প্রকাশনার তারিখ | ~১০৩৭ CE |
পৃষ্ঠাসংখ্যা | ৩৬৬ |
আল-ফারক বাইন আল-ফিরাক হল শাফিঈ পন্ডিত আবু মনসুর আল-বাগদাদি (মৃত্যু ১০৩৭ সিই) এর একটি বই যা ইসলামের বিভিন্ন সম্প্রদায় এবং মতবাদের ভিন্নতার বিষয়ে লিখিত। [১] বইটিতে মুসলিম উম্মাহ ৭৩টি দলে বিভক্ত হওয়ার বিষয়ে হাদিসের ব্যাখ্যা হিসাবে লেখা হয়েছে। বইটির লেখকের মতে, ইসলামের ৭২টি "বিপথগামী" সম্প্রদায়ের বিভিন্ন বিশ্বাস এবং এগুলোর বাইরে সুন্নি ইসলামের বিশ্বাসকে তুলে ধরা হয়েছে। [১] বইটিতে এমন সব সম্প্রদায়ের মতবাদেরও রূপরেখা দেওয়া হয়েছে যেগুলিকে হাদীসের অধীনে অন্তর্ভুক্ত বলে মনে করা হয় না। [১]
আবু মনসুর হাদীসটির ৩টি বর্ণনা করেছেন। প্রথম বর্ণনায় তিনি লিখেছেন, আবু হুরায়রাকে মুহাম্মাদ বলেছেন: [১]
ইহুদিরা ৭১টি দলে বিভক্ত, খ্রিস্টানরা ৭২টি দলে এবং আমার উম্মতরা ৭৩টি দলে বিভক্ত হবে।
বইটির এই অংশটি ৮টি বিভাগে বিভক্ত। সেগুলো নিম্নরূপ: [১]
প্রতিটি বিভাগের মধ্যে কয়েকটি সম্প্রদায়ের রূপরেখা দেওয়া হয়েছে। [১]