ইসলামী পণ্ডিত আবু বাকর আহমাদ ইবনে হুসাইন আল-বায়হাকী | |
---|---|
উপাধি | ইমাম আল-বায়হাকী |
জন্ম | রামাদান ৩৮৪ হিজরি/ অক্টোবর ৯৯৪ বায়হাক, বর্তমান সাবযেভার, রাজাভি খোরসন প্রদেশ, ইরান |
মৃত্যু | ১০ জমাদিউল আউয়াল, ৪৫৮ হিজরি/ ৯ এপ্রিল, ১০৬৬ ঈসায়ী (৭২ বছর বয়সে) নিশাপুর, বর্তমান খোরাসান, ইরান |
যুগ | ইসলামী স্বর্ণ যুগ |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | শাফি |
শাখা | আশ'আরী |
মূল আগ্রহ | হাদীছ, শাফি ফিকহ |
লক্ষণীয় কাজ | সুনান আল-কুবরা, আল-আসমা' ওয়াল সিফাত |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
|
আবু বাকর আহমাদ ইবনে হুসাইন ইবনে 'আলী ইবনে মুসা আল-খোসরোযেরদী আল-বায়হাকী, (البيهقي) ইমাম আল-বায়হাকী নামে সমাধিক পরিচিত, ৯৯৪ ঈসায়ী সন মোতাবেক ৩৮৪ হিজরি সালে সাবযেভারের নিকটে একটি ছোট্ট শহর খোসরোযেরদে জন্ম গ্রহণ করেন যা তখন খুরসানের বায়হাক নামে পরিচিত ছিল।[২] তিনি তার জীবদ্দশাতেই, একজন প্রসিদ্ধ হাদীছ শাস্ত্রবিদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন, এবং তিনি ছিলেন শাফি [৩]আশ'আরী [৪][৫] থিওলজির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।[৬][৭]
আল-বায়হাকী রহঃ এর পূর্ণ নামঃ (আরবী) أحمد بن الحسين بن علي بن موسى الخراساني البيهقي المشهور بالبيهقي.
ইমাম বায়হাকী ছিলেন শাফি'ঈ ফিকহের স্কলার এবং একইসাথে হাদীছ শাস্ত্রের পণ্ডিত। তিনি ফিকহ অধ্যয়ন করেন আবুল ফাতাহ নাসির ইবনুল হুসাইন ইবনে মুহাম্মাদ আল-নায়সাবুরী, আবুল হাসান হানকারীর নিকট। হাদীছ অধ্যয়ন করেন ইমাম হাকিম, আবু মানসুর আল-বাগদাদী এবং প্রমুখ হাদীছের স্কলারদের কাছে। তিনি ছিলেন হাদীছশাস্ত্রের ইমাম আল-হাকিমের প্রধানতম ছাত্র বা শাগরেদ। তিনি মৃত্যু বরণ করেন ১০৬৬ ঈসায়ী সনে।
বায়হাকী রহঃ ছিলেন তার সময়ের অন্যতম খ্যাতনামা লেখক, লিখেছেন এক হাজার খণ্ডের অধিক রচনা, আয-যাহাবীর মতে।[৮] তার উল্লেখযোগ্য রচনাসমূহ হচ্ছে: