আল-মুক্তাফি বিল্লাহ শাহ মসজিদ মসজিদ আল-মুক্তাফি বিল্লাহ শাহ مسجد الموكتفا بيلله شه | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | জালান সুলতান মাহমুদ, কাম্পুং লাদাং, কুয়ালা তেরেঙ্গানু, তেরেঙ্গানু মালয়েশিয়া |
স্থাপত্য | |
স্থাপত্য শৈলী | আধুনিক |
সম্পূর্ণ হয় | ১৯৮৪ |
মিনার | ১ |
আল-মুক্তাফি বিল্লাহ শাহ মসজিদ (মালয়: মসজিদ আল-মুক্তাফি বিল্লাহ শাহ বা মসজিদ লাদাং) হলো মালয়েশিয়ার তেরেঙ্গানুর আধুনিক রাজকীয় মসজিদ। এটি কুয়ালা তেরেঙ্গানুর কাম্পুং লাদাং-এ অবস্থিত। নতুন রাজকীয় সামধিস্থলটি মসজিদ থেকে কিছুটা দূরে অবস্থিত।[১]
মসজিদটির নির্মাণ কাজ ১৯৮১ সালে শুরু হয় এবং মসজিদটি ১৯৮৪ সালে শেষ হয়। সেপ্টেম্বর ১৯৮৪ সালে তেরেঙ্গানুর প্রয়াত সুলতান আলমারহুম মাহমুদ আল-মুক্তাফি বিল্লাহ শাহ মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।