পূর্ণ নাম | আল ফাইহা ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | আল বুর্তাকালি | |||
প্রতিষ্ঠিত | ১৯৫৩ | |||
মাঠ | আল মাজমাআহ স্পোর্টস সিটি | |||
ধারণক্ষমতা | ৭,০০০[১] | |||
সভাপতি | আব্দুল্লাহ আবানমি | |||
ম্যানেজার | ভুক রাশোভিচ | |||
লিগ | সৌদি পেশাদার লিগ | |||
২০২২–২৩ | ১১তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
আল ফাইহা ফুটবল ক্লাব (আরবি: نادي الفيحاء السعودي, ইংরেজি: Al-Fayha FC; সাধারণত আল ফাইহা এফসি এবং সংক্ষেপে আল ফাইহা নামে পরিচিত) হচ্ছে আল মাজমাআহ ভিত্তিক একটি সৌদি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে সৌদি আরবের শীর্ষ স্তরের ফুটবল লিগ সৌদি পেশাদার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আল মাজমাআহ স্পোর্টস সিটিতে আল বুর্তাকালি নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সার্বীয় সাবেক ফুটবল খেলোয়াড় ভুক রাশোভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আবানমি।[৩] বর্তমানে সৌদি রক্ষণভাগের খেলোয়াড় সামি আল খৈবরি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]
আল ফায়হার রং কমলা এবং নীল, তাই ডাকনাম "আল-বুরতুকালি।" আল-ফায়হা ২০১৩-১৪ মৌসুমে একবার সৌদি দ্বিতীয় বিভাগ জিতেছে এবং ২০০৩-০৪ সালে একবার রানার্স-আপ হয়েছে। ২৯ এপ্রিল ২০১৭-এ, আল-ফেইহা প্রো লিগে তাদের প্রথম পদোন্নতি জিতেছে, ৫ মে ২০১৭-এ তাদের প্রথম প্রথম প্রথম বিভাগের শিরোপা জিতেছে। তারা ২০২২ সালে প্রথমবারের মতো কিং কাপ জিতেছিল[৬]
ঘরোয়া ফুটবলে, আল ফাইহা এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে একটি সৌদি প্রথম বিভাগ লিগ এবং একটি কিং কাপ শিরোপা রয়েছে। সামি আল খৈবরি, মুহাম্মদ আল বাকাউই, আহমদ বামসাউদ, রনি ফের্নান্দেস এবং দানিলো আস্প্রিয়ার মতো খেলোয়াড়গণ আল ফাইহার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।