![]() প্রধান সড়ক থেকে আল বাইত স্টেডিয়ামের একটি দৃশ্য | |
![]() | |
অবস্থান | আল খুর, কাতার |
---|---|
স্থানাঙ্ক | ২৫°৩৯′০৮″ উত্তর ৫১°২৯′১৫″ পূর্ব / ২৫.৬৫২২২° উত্তর ৫১.৪৮৭৫০° পূর্ব |
ধারণক্ষমতা | ৬০,০০০ |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২০১৪ |
চালু | ২০২০ (অনুমিত) |
মূল ঠিকাদার | সালিনি ইম্প্রেজিলো, কিমোলাই, গালফার, হাইটেক্স |
ভাড়াটে | |
২০২২ বিশ্বকাপ, কাতার জাতীয় ফুটবল দল |
আল বাইত স্টেডিয়াম (আরবি: استاد البيت) হল একটি ফুটবল মাঠ, যা কাতারের আল খুর এলাকায় ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য নির্মাণ করা হয়েছে।[১] স্টেডিয়ামটির নির্মাণ কাজ সালিনি এবং কিমোলাই ঠিকাদারী প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত করা হয়েছিল ২০১৫ সালে।[২] ২০২০ সালের জানুয়ারিতে, স্টেডিয়ামটির, পরিবেশ বান্ধব ডিজাইন, নির্মাণ ব্যবস্থাপনা এবং শক্তির কার্যক্ষমতা কারণে স্থায়িত্ব সনদ লাভ করে।[৩]
স্টেডিয়ামটি তৈরি করা হয় ঝিনুকের প্রত্যাকৃতি দিয়ে, সকল দর্শকের জন্য উপড়ে ছাদ বিশিষ্ট বসার জায়গা থাকবে। অসংখ্য যোগাযোগ পদ্ধতির সাথে সম্পৃক্ত থাকবে, বাহিরের পার্কিংগুলোতে প্রায় ৬,০০০ গাড়ী, ৩৫০টি বাস, এবং চলাচলরত আরো ৩৫০টি বাস/শ্যাটলকে ধারণ করার ক্ষমতা রাখে। সেই সাথে ১,০০০ ট্যাক্সি ও ওয়াটার ট্যাক্সি ধারণ করতে পারবে। মাঠটি শুরু হবে প্রায় ৬০,০০০ বিশ্বকাপ দর্শক ফলোয়ারকে নিয়ে,[৪] এছাড়াও থাকছে সংবাদকর্মীদের জন্য ১০০০ আসন। স্টেডিয়ামটি গ্লোবাল স্থায়িত্ব পর্যালোচনা পদ্ধতির কাছ থেকে ডিজাইন ও নির্মাণে পরিবেশ বান্ধব নির্মাণ কাজের জন্য ঠিকাদারী সংস্থাকে অনেকগুলো সনদ লাভ করে।
স্টেডিয়ামটিতে অনেকগুলো হোটেল, রুম (যেখানে থাকবে মাঠের ফুটবল খেলা দেখার জন্য বেলকনি) অন্তর্ভুক্ত রয়েছে।[৪]