ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
মালিক | দুবাই মিডিয়া ইনকর্পোরেটেড |
প্রকাশক | দুবাই মিডিয়া ইনকর্পোরেটেড |
প্রধান সম্পাদক | মুনা বুসামরা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮০ |
রাজনৈতিক মতাদর্শ | সরকার সমর্থিত |
ভাষা | আরবি |
সদর দপ্তর | শেখ জায়েদ রোড, দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
প্রচলন | ১০,০০০ (২০১৩) |
সহোদর সংবাদপত্র | ইমারাত আল ইয়োম, এমিরাত ২৪/৭ |
ওয়েবসাইট | http://albayan.ae |
আল বায়ান (আরবি: البيان ) [১] সংযুক্ত আরব আমিরাতের একটি জনপ্রিয় আরবি ভাষা সংবাদপত্র। পত্রিকাটি দুবাই ভিত্তিক।
দুবাই সরকার পত্রিকাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেছিল। [২][৩] ২০০৩ অবধি এটি দুবাই মিডিয়া বিভাগের অংশ ছিল। ২০০৯ সাল থেকে পত্রিকাটি দুবাই মিডিয়া ইনকর্পোরেটেডের অংশ হয়েছে। এর প্রধান সম্পাদক হলেন মুনা বুসামরা [৪] এবং এর প্রধান নির্বাহী সম্পাদক রিয়াদ মিকদাদি। [৫]