আল রিহলা (আরবি: الْرِّحْلَة; 'ভ্রমণ') হচ্ছে অ্যাডিডাসের তৈরি একটি ফুটবল। এটি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। [১] [২] [৩] [৪] [৫] বলটিতে একটি সাসপেন্ডেড ইনর্শিয়াল মেজারমেন্ট ইউনিট (আইএমইউ) থাকে যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে (ভিএআর) তাৎক্ষণিকভাবে অত্যন্ত বিস্তারিত বল মুভমেন্ট ডেটা সরবরাহ করে।