আল-জামা’হ আল-ইসলামিয়া আলমুসাল্লাহা | |
---|---|
অপারেশনের তারিখ | ১৯৯২-বর্তমান |
উদ্দেশ্য | ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা |
সক্রিয়তার অঞ্চল | আলজেরিয়া |
মতাদর্শ | তকফিল ওয়াল হিজরা, ইসলামবাদ |
আলজেরিয়ার সশস্ত্র ইসলামি গোষ্ঠী (আরবি: الجماعة الإسلامية المسلّحة) সংক্ষেপে জিআইএ আলজেরিয়ার সরকারকে উত্খাত করে শরিয়া আইন চালু করার লক্ষ্যে সংগঠনটি গঠন করা হয়েছিল। ১৯৯৪ সালে ফ্রান্সের একটি বিমান ছিনতাই করেছিল জিআইএ। হামলা চালিয়েছে প্যারিসের পাতালরেলে। তারা অনেক গাড়িবোমা হামলা ও অপহরণের দায়ও স্বীকার করেছে। জিআইএর মূল লক্ষ্য আলজেরিয়া ও এর সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স।[১][২]