ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলফন্সো বয়েল ডেভিস | ||
জন্ম | ২ নভেম্বর ২০০০ | ||
জন্ম স্থান | বুদুবুরাম, ঘানা | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
২০০৫ | এডমন্টন ইন্টারন্যাশনালস | ||
২০০৬–২০১৪ | এডমন্টন স্ট্রাইকার্স | ||
২০১৫–২০১৬ | ভ্যানকুভার ওয়াইটক্যাপস একাডেমি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬ | ওয়াইটক্যাপস ২ | ১১ | (২) |
২০১৬–২০১৮ | ভ্যানকুভার ওয়াইটক্যাপস | ৬৫ | (৮) |
২০১৮–২০১৯ | বায়ার্ন মিউনিখ ২ | ৬ | (০) |
২০১৮– | বায়ার্ন মিউনিখ | ১১২ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১৬ | কানাডা অনূর্ধ্ব-১৭ | ২ | (১) |
২০১৬ | কানাডা অনূর্ধ্ব-২০ | ১ | (০) |
২০১৭– | কানাডা | ৪১ | (১৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৩১, ৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩১, ৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আলফন্সো বয়েল ডেভিস (ইংরেজি: Alphonso Davies; জন্ম: ২ নভেম্বর ২০০০[২]) হলেন একজন কানাডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং কানাডা ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩][৪] তিনি মূলত একজন বাম-পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৫ সালে, কানাডীয় ফুটবল ক্লাব এডমন্টন ইন্টারন্যাশনালসের হয়ে খেলার মাধ্যমে ডেভিস ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে এডমন্টন স্ট্রাইকার্স এবং ভ্যানকুভার ওয়াইটক্যাপস একাডেমির হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, ওয়াইটক্যাপস ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। ওয়াইটক্যাপস ২-এর হয়ে প্রায় ১ মৌসুম খেলার পর, তিনি ভ্যানকুভার ওয়াইটক্যাপসে যোগদান করেন, যেখানে তিনি ২ মৌসুমে ৬৫ ম্যাচে ৮টি গোল করেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি প্রায় ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান করেছেন।[৫][৬]
১ বছর যাবত কানাডার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, ২০১৭ সালে, ডেভিস কানাডার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি এপর্যন্ত ৪১ ম্যাচে ১৪টি গোল করেছেন। তিনি কানাডার হয়ে ২টি কনকাকাফ গোল্ড কাপে (২০১৭ এবং ২০১৯) অংশগ্রহণ করেছেন। ২০১৭ সালের জুন মাসে, তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কানাডা ফুটবল দলের হয়ে খেলেছেন।[৭]
ব্যক্তিগতভাবে, ডেভিস বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২ বার কানাডীয় অনূর্ধ্ব-১৯ বর্ষসেরা খেলোয়াড় এবং ১ বার কানাডীয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, ডেভিস এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি বায়ার্ন মিউনিখের হয়ে জয়লাভ করেছেন।
আলফন্সো বয়েল ডেভিস ২০০০ সালের ২রা নভেম্বর তারিখে ঘানার বুদুবুরামের শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেছেন।[৮] তার পিতামাতা লাইবেরীয় ছিলেন, তারা লাইবেরিয়ার দ্বিতীয় গৃহযুদ্ধের সময় ঘানায় চলে আসেন। পরবর্তীতে ২০০৫ সালে তিনি তার পরিবারসহ কানাডায় স্থানান্তরিত হন।[৮] তিনি তার পিতামাতার ৬ সন্তানের মধ্যে চতুর্থ। ২০১৭ সালের ৬ই জুন তারিখে, তিনি কানাডার নাগরিকত্ব লাভ করেন, এর পূর্ব পর্যন্ত তিনি লাইবেরীয় নাগরিকত্বের অধিকারী ছিলেন।[৯]
২০১৬ সালের ১৫ই জুলাই তারিখে, তিনি মেজর লিগ সকারের দল ভ্যানকুভার ওয়াইটক্যাপসের সাথে এক চুক্তি স্বাক্ষর করেন।[১০] ডেভিস কানাডীয় চ্যাম্পিয়নশিপে ৮টি ম্যাচ ও কনকাকাফ চ্যাম্পিয়নশিপের ৩টি ম্যাচে অংশগ্রহণ করেন। ২০১৬ সালের ১লা জুন তারিখে, কানাডীয় চ্যাম্পিয়নশিপে অভিষেক করেন।
২০১৮ সালের ২৫শে জুলাই তারিখে, ভ্যানকুভার ওয়াইটক্যাপস এক ঘোষণায় জানায় যে, তারা বায়ার্ন মিউনিখের সাথে বহু-মিলিয়ন ইউরোর বিনিময়ে ডেভিসকে নিয়ে একটি চুক্তি করেছেন; অতঃপর ২০১৯ সালের জানুয়ারি মাসে, ডেভিস কানাডীয় ক্লাব ভ্যানকুভার ওয়াইটক্যাপস হতে প্রায় ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান করেন। ২০১৯ সালের ২৭শে জানুয়ারি তারিখে, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ভিএফবি স্টুটগার্টের বিরুদ্ধে অভিষেক করেন; উক্ত ম্যাচে তিনি ৮৬তম মিনিটে ফরাসি ফুটবলার কিংসলে কোমেঁর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন। ২০১৯ সালের ১৭ই মার্চ তারিখে, ১. এফএসভি মাইনৎস ০৫-এর বিরুদ্ধে লিগ ম্যাচের ৭০তম মিনিটে রবার্ত লেভানদোস্কির কাছ থেকে পাওয়া বলটি ডান পায়ের শটে জালে জোড়ানোর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে তার প্রথম গোলটি করেন।
তিনি এপর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে এপর্যন্ত ২টি বুন্দেসলিগা, ২টি ডিএফবি-পোকাল, ২০২০ ডিএফএল-সুপারকাপ, ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০২০ উয়েফা সুপার কাপ শিরোপা জয়লাভ করেছেন।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ[ক] | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
ওয়াইটক্যাপস ২ | ২০১৬ | ইউএসএল | ১১ | ২ | — | — | ০ | ০ | ১১ | ২ | ||
ভ্যানকুভার ওয়াইটক্যাপস | ২০১৬ | এমএলএস | ৮ | ০ | ৪ | ০ | ৩[খ] | ১ | — | ১৫ | ১ | |
২০১৭ | ২৬ | ০ | ২ | ২ | ৪[খ] | ১ | ১[গ] | ০ | ৩৩ | ৩ | ||
২০১৮ | ৩১ | ৮ | ২ | ০ | — | — | ৩৩ | ৮ | ||||
মোট | ৬৫ | ৮ | ৮ | ২ | ৭ | ২ | ১ | ০ | ৮১ | ১২ | ||
বায়ার্ন মিউনিখ ২ | ২০১৮–১৯ | রেজিওনাললিগা বায়ার্ন | ৩ | ০ | — | — | ২[ঘ] | ০ | ৫ | ০ | ||
২০১৯–২০ | ৩. লিগা | ৩ | ০ | — | — | — | ৩ | ০ | ||||
মোট | ৬ | ০ | — | — | ২ | ০ | ৮ | ০ | ||||
বায়ার্ন মিউনিখ | ২০১৮–১৯ | বুন্দেসলিগা | ৬ | ১ | ০ | ০ | ০ | ০ | — | ৬ | ১ | |
২০১৯–২০ | ২৯ | ৩ | ৫ | ০ | ৮[ঙ] | ০ | ১[চ] | ০ | ৪৩ | ৩ | ||
২০২০–২১ | ৪ | ০ | ১ | ০ | ১[ঙ] | ০ | ২[ছ] | ০ | ৮ | ০ | ||
মোট | ৩৯ | ৪ | ৬ | ০ | ৯ | ০ | ৩ | ০ | ৫৭ | ৪ | ||
সর্বমোট | ১২১ | ১৪ | ১৪ | ২ | ১৬ | ২ | ৬ | ০ | ১৫৭ | ১৮ |
টীকা
কানাডা | ||
---|---|---|
সাল | ম্যাচ | গোল |
২০১৭ | ৬ | ৩ |
২০১৮ | ৩ | ০ |
২০১৯ | ৮ | ২ |
২০২১ | ১৩ | ৫ |
২০২২ | ৭ | ৩ |
২০২৩ | ৪ | ১ |
মোট | ৪১ | ১৪ |