![]() | |
পূর্ণ নাম | এস্তাদিও আলফ্রেদো দি স্তেফানো |
---|---|
অবস্থান | ভালদেবেবাস, মাদ্রিদ, স্পেন |
স্থানাঙ্ক | ৪০°২৮′৩৭″ উত্তর ৩°৩৬′৫১″ পশ্চিম / ৪০.৪৭৬৯০৬° উত্তর ৩.৬১৪২৭০° পশ্চিম |
মালিক | রিয়াল মাদ্রিদ |
পরিচালক | রিয়াল মাদ্রিদ কাস্তিয়া |
ধারণক্ষমতা | ৬,০০০[১] |
আয়তন | ১০৫ x ৬৮ এম |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
নির্মিত | ২০০৬ |
চালু | ৯ মে ২০০৬ |
স্থপতি | এন্তনিও লামেলা |
ভাড়াটে | |
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া |
এস্তাদিও আলফ্রেদো দি স্তেফানো একটি বহু-ব্যবহারের স্টেডিয়াম যার নামকরণ সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর নামে হয়েছে।বর্তমানে রিয়াল মাদ্রিদের সংরক্ষিত দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ব্যবহার করছে।
৯ মে ২০০৬ সাল, রোজ মঙ্গলবার রিয়াল মাদ্রিদ বনাম স্তাদ দে রেঁস মধ্যকার ম্যাচ দিয়ে স্টেডিয়ামের উদ্বোধন হয়।[২]
স্টেডিয়ামটি মাদ্রিদ-বারাহাস বিমানবন্দরের কাছাকাছি, মাদ্রিদের বাইরে অবস্থিত ক্লাবের নতুন প্রশিক্ষণ কেন্দ্র সিউদাদ রিয়াল মাদ্রিদের অংশ। পশ্চিমে প্রধান স্ট্যান্ডের ধারণক্ষমতা ৪,০০০ আসন, পূর্বের স্ট্যান্ডে ২০০০ টি আসন নিয়ে মোট ৬,০০০ আসন রয়েছে। সম্প্রসারণের সমাপ্তি শেষে ২৪,০০০ পর্যন্ত ধারণক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে।
কোভিড মহামারীর কারণে এবং সান্তিয়াগো বার্নাব্যুতে চলমান সংস্কারের সুবিধার্থে, রিয়াল মাদ্রিদের সিনিয়র দল ২০১৯-২০ মৌসুমের তাদের ঘরের বাকি ম্যাচগুলি দর্শকবিহীন আলফ্রেডো ডি স্টেফানোতে খেলেছিলো।[৩][৪] ৬ সেপ্টেম্বর ২০২০-এ প্রথমবারের মতো স্পেন জাতীয় ফুটবল দল এই মাঠে খেলে, ম্যাচটি ছিলো ইউক্রেনের বিপক্ষে ইউয়েফা ন্যাশন্স লীগের একটি খেলা। খেলাটি দর্শকবিহীন হয়েছিলো।[৫]