![]() ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ওদ্রিওসোলা | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলভারো ওদ্রিওসোলা আরসায়ুস[১] | ||
জন্ম | ১৪ ডিসেম্বর ১৯৯৫ | ||
জন্ম স্থান | সান সেবাস্তিয়ান, স্পেন | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায় | |||
মারিয়ানিস্তাস | |||
২০০৬–২০১৪ | রিয়াল সোসিয়েদাদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৭ | রিয়াল সোসিয়েদাদ বি | ৮৬ | (৩) |
২০১৭–২০১৮ | রিয়াল সোসিয়েদাদ | ৫০ | (০) |
২০১৮– | রিয়াল মাদ্রিদ | ৩১ | (২) |
২০২০ | → বায়ার্ন মিউনিখ (ধার) | ৩ | (০) |
২০২১–২০২২ | → ফিওরেন্তিনা (ধার) | ২৫ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৭ | স্পেন অনূর্ধ্ব-২১ | ৩ | (০) |
২০১৭– | স্পেন | ৪ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:২৫, ২১ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:৫৫, ৯ জুন ২০১৮ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আলভারো ওদ্রিওসোলা আরসায়ুস (স্পেনীয়: Álvaro Odriozola, স্পেনীয় উচ্চারণ: [ˈalβaɾo oðɾjoˈθola]; জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৯৫; আলভারো ওদ্রিওসোলা নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[৪]
স্পেনীয় ফুটবল ক্লাব মারিয়ানিস্তাসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওদ্রিওসোলা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিয়াল সোসিয়েদাদের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৩–১৪ মৌসুমে, স্পেনীয় ক্লাব রিয়াল সোসিয়েদাদ বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; রিয়াল সোসিয়েদাদ বি-এর হয়ে তিনি ৮৬ ম্যাচে ৩টি গোল করেছেন। অতঃপর ২০১৭–১৮ মৌসুমে তিনি রিয়াল সোসিয়েদাদের মূল দলে যোগদান করেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি প্রায় ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল সোসিয়েদাদ হতে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। মাঝে তিনি অর্ধ মৌসুমের জন্য জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ধারে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি ধারে ফিওরেন্তিনায় যোগদান করেছেন।[৫][৬]
২০১৭ সালে, ওদ্রিওসোলা স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি স্পেনের হয়ে ২০১৮ ফিফা বিশ্বকাপে স্থান পেলেও একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি। দলগতভাবে, ওদ্রিওসোলা এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৩টি রিয়াল মাদ্রিদের হয়ে এবং ৩টি বায়ার্ন মিউনিখের হয়ে জয়লাভ করেছেন।
আলভারো ওদ্রিওসোলা আরসায়ুস ১৯৯৫ সালের ১৪ই ডিসেম্বর তারিখে স্পেনের সান সেবাস্তিয়ানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ওদ্রিওসোলা স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ২৩শে মার্চ তারিখে তিনি ডেনমার্ক অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৭][৮] স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[৯] তবে তার দল উক্ত প্রতিযোগিতায় ফাইনালে তার দল জার্মানি অনূর্ধ্ব-২১ দলের কাছে ১ –০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[১০] উক্ত প্রতিযোগিতায় তিনি মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[১১] স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১৭ সালের ৬ই অক্টোবর তারিখে, মাত্র ২১ বছর ৯ মাস ২২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওদ্রিওসোলা আলবেনিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে অভিষেক করেছেন।[১২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ৪ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[১৩] ম্যাচটি স্পেন ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১৪] স্পেনের হয়ে অভিষেকের বছরে ওদ্রিওসোলা সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৭ মাস ২৮ দিন পর, স্পেনের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০১৮ সালের ৩রা জুন তারিখে, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্পেনের হয়ে একমাত্র গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।[১৫][১৬][১৭]
ওদ্রিওসোলা রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ফের্নান্দো ইয়েরোর অধীনে ঘোষিত স্পেন দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান,[১৮][১৯] তবে উক্ত বিশ্বকাপে তিনি একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি।[২০]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
স্পেন | ২০১৭ | ২ | ০ |
২০১৮ | ২ | ১ | |
সর্বমোট | ৪ | ১ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ৩ জুন ২০১৮ | এস্তাদিও দে লা সেরামিকা, ভিয়ারিয়াল, স্পেন | ![]() |
১–০ | ১–১ | প্রীতি ম্যাচ | [১৫][১৬][১৭] |