আলমা পোয়স্তি | |
---|---|
ফিনীয়: Alma Pöysti | |
জন্ম | আলমা ইলোনা পোয়স্তি ১৬ মার্চ ১৯৮১ |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব দি আর্টস হেলসিঙ্কি |
পেশা | অভিনেত্রী |
পিতা-মাতা |
|
আত্মীয় | লাসে পোয়স্তি (পিতামহ) বির্জিত্তা উলফসন (পিতামহী) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
আলমা ইলোনা পোয়স্তি ফিনীয়: Alma Ilona Pöysti; ফিনীয়: [ˈɑlmɑ ˈpøy̯sti]; জন্ম: ১৬ মার্চ ১৯৮১) একজন ফিনীয় অভিনেত্রী। তিনি পরিচালক এরিক পোয়স্তির কন্যা ও অভিনশিল্পী দম্পতি লাসে পোয়স্তি ও বির্জিত্তা উলফসনের নাতনী।[১] পোয়স্তি সুইডেনেও বসবাস করেন ও সেখানে কাজ করেন।[২][৩]
২০২৩ সালে তিনি ফলেন লিভস চলচ্চিত্রে অভিনয় করে সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪]
পোয়স্তি ১৯৮১ সালের ১৬ই মার্চ ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ইউনিভার্সিটি অব দি আর্টস হেলসিঙ্কিতে পড়াশোনা করেন। এরপর তিনি সুইডিশ থিয়েটার ও ফিনিশ ন্যাশনাল থিয়েটারে কাজ করেন।[৫][৬]
২০২০ সালে তিনি ফিনীয় লেখিকা তুভে ইয়ানসনের জীবনীনির্ভর তুভে চলচ্চিত্রে অভিনয় করেন।[৪][৭] ২০২৩ সালে তিনি ফলেন লিভস চলচ্চিত্রে অভিনয় করে সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৮]
পুরস্কার | প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
অ্যাস্ট্রা ফিল্ম পুরস্কার | ৬ জানুয়ারি ২০২৪ | শ্রেষ্ঠ আন্তর্জাতিক অভিনেত্রী | ফলেন লিভস | মনোনীত | [৯] |
ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কার | ৯ ডিসেম্বর ২০২৩ | শ্রেষ্ঠ অভিনেত্রী | মনোনীত | [১০] | |
গোল্ডেন গ্লোব পুরস্কার | ৭ জানুয়ারি ২০২৪ | সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | মনোনীত | [১১] | |
গটেনবার্গ চলচ্চিত্র উৎসব | ৫ ফেব্রুয়ারি ২০২৩ | শ্রেষ্ঠ অভিনয়ের জন্য ড্রাগন পুরস্কার | ফোর লিটল অ্যাডাল্টস | বিজয়ী | [১২] |
ইয়ুস্সি পুরস্কার | ১৫ সেপ্টেম্বর ২০২১ | শ্রেষ্ঠ অভিনেত্রী | তুভে | বিজয়ী | [১৩] |