আলমার Almar المار | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৫°৫৮′ উত্তর ৬৪°১৭′ পূর্ব / ৩৫.৯৬° উত্তর ৬৪.২৮° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ফারিয়াব প্রদেশ |
আয়তন | |
• মোট | ১,৫২৫ বর্গকিমি (৫৮৯ বর্গমাইল) |
আলমার[২] আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। এটির উত্তর সীমান্ত তুর্কমেনিস্তান এর সাথে জাতীয় সীমানা রয়েছে। ২০১৩ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৫০,০০০ জন এর মত। এখানকার জনসংখ্যা প্রায় ৩৫% তুর্কিমেন এবং বাকী ৬৫% উজবেক সম্প্রদায়ের।[২]
২০১৪ সালের ২৪ এপ্রিল ও ৭ মে তারিখ ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়ে জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এছাড়াও রাস্তাঘাট এবং কৃষি জমিরও ক্ষতি হয়। পরিসংখ্যান অনুযায়ী; ৮৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৭০০টি প্রাণহানি, ৪৫টি বাগান ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৭টি কৃষি জমি ক্ষতিগ্রস্ত/ধ্বংসপ্রাপ্ত হয়।[৩]
আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের অবস্থান বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |