আলাউদ্দিন কুজুক

আশরাফ কুজুক
মালিকুল আশরাফ
মিশর ও শামের সুলতান
রাজত্ব৫ আগস্ট ১৩৪১ – ২১ জানুয়ারি ১৩৪২
পূর্বসূরিসাইফুদ্দিন আবু বকর
উত্তরসূরিনাসির আহমাদ
রাজপ্রতিভূকাউসুন
জন্ম১৩৩৪
কায়রো, মামলুক মিশর
মৃত্যুসেপ্টেম্বর ১৩৪৫ (১১ বছর বয়স)
মামলুক সালতানাত
পূর্ণ নাম
মালিকুল আশরাফ আলাউদ্দিন কুজুক ইবনে নাসির মুহাম্মাদ ইবনে কালাউন
রাজবংশকালাউনি
পিতানাসির মুহাম্মাদ
মাতাআরদু
ধর্মসুন্নি ইসলাম

আশরাফ আলাউদ্দিন কুজুক ইবনে নাসির মুহাম্মাদ ইবনে কালাউন (আরবি: الأشرف علاء الدين كجك) বা আশরাফ কুজুক নামে বেশি পরিচিত, (১৩৩৪-সেপ্টেম্বর ১৩৪৫) আগস্ট ১৩৪১ থেকে জানুয়ারী ১৩৫২ পর্যন্ত মামলুক সুলতান ছিলেন। তিনি সিংহাসনে অধিষ্ঠিত অবস্থায় একজন অল্পবয়সী শিশু ছিলেন এবং প্রকৃত ক্ষমতা তার সহশাসক আমির কাওসুনের হাতে ছিল, যিনি কুজুকের পিতা সুলতান নাসির মুহাম্মাদের (শা. ১৩১০-৪১) উর্ধতন সাহায্যকারী ছিলেন। ১৩৪১ সালের ডিসেম্বরের শেষের দিকে মামলুক বিদ্রোহে কওসুনকে ক্ষমতাচ্যুত করা হলে, কয়েক সপ্তাহ পর কুজুককে ক্ষমতাচ্যুত করা হয়। সালতানাতের রাজনৈতিক চক্রান্তের ফলে কুজুককে নয় বা এগারো বছর বয়সে হত্যা করা হয়।

জীবনী

[সম্পাদনা]

কুজুক ১৩৩৪ সালে পিতা সুলতান নাসির মুহাম্মাদ (শা. ১৩১০-৪১) এবং তার তাতার স্ত্রী আরদু ঔরসে জন্মগ্রহণ করেন।[][] ১৩৪১ সালের আগস্টে পাঁচ বা ছয় বছর বয়সী কুজুক মিশরের শক্তিশালী আমির কাওসুন কর্তৃক সুলতান হিসাবে প্রতিষ্ঠিত হন, যিনি তার সহশাসক হিসাবে কাজ করেছিলেন এবং কার্যত ক্ষমতার লাগাম ধরেছিলেন।[] কুজুকের বড় সৎ ভাই এবং পূর্বসূরি সুলতান মানসুর আবু বকরকে কাওসুনের গ্রেপ্তার ও মৃত্যুদন্ড কার্যকর করার পর কুজুককে নিযুক্ত করা হয়েছিল।[] ২১ জানুয়ারি ১৩৪২ তারিখে কুজুককে সিংহাসন থেকে অপসারণ করা হয় এবং মামলুক বিদ্রোহে কাওসুনকে ক্ষমতাচ্যুত এবং নিহত করা হয়। এরপর তার বড় সৎ ভাই নাসির আহমদ তার স্থলাভিষিক্ত হন।[]

তার জবানবন্দির পর কুজুক কায়রো সিটাডেলের মহিলা কোয়ার্টারে তার মায়ের লালনে ফিরে আসেন।[] কুজুকের সৎ ভাই সালিহ ইসমাইলের (শা. ১৩৪২-১৩৪৫) রাজত্বকালে, কুজুককে সালিহ ইসমাঈল এবং তার মা সিংহাসনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছিলেন।[] ১৩৪৫ সালের আগস্ট মাসে সালিহ ইসমাঈল একটি অসুস্থতায় মারা যান যা তিনি কয়েক মাস ধরে ভুগছিলেন। সালিহের মাতা কুজুকের মাতাকে সালিহ ইসমাঈলের অসুস্থতা ঘটাতে যাদুবিদ্যা ব্যবহার করার অভিযোগ করেন।[] ফলস্বরূপ, কুজুক ১৩৪৫ সালের সেপ্টেম্বরে নয় বছর বয়সে খুন হন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bauden, Frédéric (২০০৯)। "The Sons of al-Nāṣir Muḥammad and the Politics of Puppets: Where Did It All Start?" (পিডিএফ)। Middle East Documentation Center, The University of Chicago: 63। 
  2. Bauden, Frédéric। "The Qalawunids: A Pedigree" (পিডিএফ)। University of Chicago। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৫ 
  3. Drory 2006, p. 20.
  4. Drory 2006, p. 24.
  5. Holt 1986, p. 122.

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
আলাউদ্দিন কুজুক
মামলুক সালতানাত এর ক্যাডেট শাখা
জন্ম: ১৩৩৪ মৃত্যু: সেপ্টেম্বর ১৩৪৫)
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
সাইফুদ্দিন আবু বকর
মিশর ও শামের সুলতান
আগস্ট ১৩৪১ – ২১ জানুয়ারি ১৩৪২
সহশাসন: কাউসুন
উত্তরসূরী
নাসির আহমাদ