আলাউল হক পাণ্ডভি

শায়খুল মুনিম আল মোকাররম

আলাউল হক

গঞ্জে নাবাত
ব্যক্তিগত তথ্য
জন্ম
উমর বিন আসাদ খালিদী

১৩০১ খ্রিস্টাব্দ
মৃত্যু১৩৮৪-১৩৯৮ খ্রিস্টাব্দ (বয়স ৮৩ থেকে ৯৭ এর মধ্যে)
ধর্মসুন্নি ইসলাম
উদ্ভবদ্বাদশ শতাব্দীর শেষে
পিতামাতা
  • আসাদ খালিদী (পিতা)
আখ্যাহানাফি
বংশখালিদ বিন ওয়ালিদ
আত্মীয়আখি সিরাজ (শ্বশুর), বদর ইসলাম আবু জাহিদ (নাতি)
ক্রমচিশতিয়া তরিকা
ঊর্ধ্বতন পদ
শিক্ষকআখি সিরাজ, নিজামুল হক সারফী
ভিত্তিকপাণ্ডুয়া শরিফ দরগাহ, পাণ্ডুয়া, পশ্চিম বঙ্গ, ভারত
আরবি নাম
ব্যক্তিগত (ইসম)উমর
عمر
পৈত্রিক (নাসাব)ইবনে আসাদ
بن أسعد
উপাধি (লাক্বাব)আলা আল হক ওয়া আদ-দ্বীন
علاء الحق والدين
আলা আল-হক
علاء الحق
স্থানীয় (নিসবা)আল-খালিদী
الخالدي
আল-বাঙালি
البنغالي
পান্ডাভী/আল-বান্দাভী
پانڈوی/الباندوي

আল-উল-হক পাণ্ডভি ছিলেন ত্রয়োদশ শতাব্দীর বাংলার ইসলামী পণ্ডিত। তিনি ছিলেন বাংলার আরেক বিশিষ্ট চিশতী সুফী, আখি সিরাজ আইনায়ে হিন্দের শিষ্য।[]

জীবনী

[সম্পাদনা]

হকের জন্ম হযরত পান্ডুয়া শহরে একটি মুসলিম পরিবারে হয়েছিল। তিনি ইসলামী নবী মুহাম্মদের সহচর এবং আরব সেনাপতি খালিদ ইবনে আল-ওয়ালিদ এর বংশধর। তার পিতা উমর ইবনে আসাদ খালিদী বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পরে লাহোর থেকে পান্ডুয়ায় চলে আসেন।

পাণ্ডভী বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সরকারের অভিজাত সদস্য হিসেবে কাজ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তাঁর প্রধান মাজারটি মালদহের ধ্বংসপ্রাপ্ত শহর পান্ডুয়া শরীফ দরগাহে।[তথ্যসূত্র প্রয়োজন] তাঁর শিষ্যরা তাঁর পুত্র নূর কুতুবে আলম পাণ্ডভী এবং সুফি সাধক আশরাফ জাহাঙ্গীর সেমনানিকে অন্তর্ভুক্ত করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তাঁর মৃত্যুবার্ষিকী ভারতের পশ্চিমবঙ্গের মালদহের পান্ডুয়া শরীফ দরগায় ২৩, ২৪ এবং ২৫ রজব পালিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

আরও দেখুন

[সম্পাদনা]
  • মীর সাইয়িদ আলী হামাদানী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ismail, Muhammad (২০১০)। Hagiology of Sufi Saints and the Spread of Islam in South Asia। Jnanada Prakashan। পৃষ্ঠা 71-72। 

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • Abdal Haqq Muhaddith Dehlwi [d.1052H-1642 CE]। Akhbarul Akhyar  : আলাউল হক পাণ্ডবীর বই সহ ভারতের বিশিষ্ট সুফীদের একটি সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করা হয়েছে
  • সৈয়দ আবদুর রহমান চিশতি রচিত 'মিরআত-উল-ইসরর'
  • 'লাতাইফ-আশরাফি' (আশরাফ জাহাঙ্গীর সেমনানীর বক্তৃতা) নিজাম ইয়েমেনি দ্বারা সংকলিত, সৈয়দ ওয়াহেদ আশরাফ সম্পাদিত ও বয়ান করেছেন, ২০১০ সালে প্রকাশিত
  • 'মা'আরিযুল-ওয়ালায়াত'
  • 'হায়াতে মখদুম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সেমনাণী (1975), দ্বিতীয় সংস্করণ (2017)আইএসবিএন ৯৭৮-৯৩-৮৫২৯৫-৫৪-৬, মক্তবা জামিয়া লিমিটেড, শামশাদ মার্কেট, আলিগড় 202002, ভারত