আলাকা ইমারেত মসজিদ

আলাকা ইমারেত মসজিদ
সংস্কারের পর আলাকা ইমারেত মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাথেসালোনিকি
প্রদেশথেসালোনিকি
অঞ্চলমেসিডোনিয়া
অবস্থান
অবস্থানগ্রিস থেসালোনিকি, গ্রিস
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামি স্থাপত্য, অটোম্যান স্থাপত্য
সম্পূর্ণ হয়১৪৮৪ অথবা ১৪৮৭
বিনির্দেশ
মিনার১টি (বর্তমানে ধ্বংসপ্রাপ্ত)
উপাদানসমূহপাথরইট

আলাকা ইমরেত মসজিদ (তুর্কি: Alaca İmaret Camii ) বা ইশাক পাশা মসজিদ ( গ্রিক: Αλατζά Ιμαρέτ), আক্ষরিক অর্থে "রঙিন মসজিদ", গ্রিসের থেসালোনিকিতে অবস্থিত, ১৫শ শতাব্দীর একটি অটোম্যান স্থাপত্যশৈলীর মসজিদ[]

স্থাপত্যশৈলী

[সম্পাদনা]

মসজিদটি অটোম্যান সম্রাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ইশাক পাশার নির্দেশে ১৪৮৪ অথবা ১৪৮৭ সালে নির্মিত হয়েছিল।[] মসজিদটি সালাত আদায়ের স্থান ও একটি ইমারেত (তুরস্কের সরকারি দাতব্য লঙ্গরখানা) সহ নির্মিত হয়েছিল। বর্তমানে মসজিদ এবং ইমারেতটি আর ব্যবহার হচ্ছে না। মসজিদটি ইংরেজি অক্ষর 'T'-এর উল্টা সমতল পরিকল্পনায় নির্মিত যা প্রাথমিক অটোম্যান স্থাপত্যরীতির সাধারণ বৈশিষ্ট্য। মূল নামাজ আদায়ের ঘরটি দুটি বড় গম্বুজ দ্বারা আচ্ছাদিত, এছাড়া পাঁচটি ছোট গম্বুজ দ্বারা আবৃত একটি পোর্টিকো রয়েছে। নির্মাণের সময় মসজিদে একটি মিনার ছিল। ১৯১২ সালের পরে থেসালোনিকি গ্রীক সেনাবাহিনী কর্তৃক মুক্ত করে আধুনিক গ্রিসের সাথে যুক্ত করে। এসময় গ্রিক সেনাবাহিনী মসজিদের মিনার ধ্বংস করে। মিনারটির এখনও পুনর্নির্মাণ চলছে।[]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Sultan of Vezirs: The Life and Times of the Ottoman Grand Vezir Mahmud Pasha Angelović (1453-1474), Théoharis Stavrides, pagge 413, 2001