আলাদিন Aladdin | |
---|---|
হ্যামলেট | |
যুক্তরাষ্ট্রের মানচিত্রে আলাদিনের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৪°৩৮′২৪″ উত্তর ১০৪°১১′০১″ পশ্চিম / ৪৪.৬৩৯৯৮৬৬° উত্তর ১০৪.১৮৩৫৫১০° পশ্চিম | |
দেশ | যুক্তরাষ্ট্র |
অঙ্গরাজ্য | ওয়াইয়োমিং |
কাউন্টি | ক্রুক |
আয়তন | |
• মোট | ৩০ একর (১০ হেক্টর) |
উচ্চতা | ৩,৬৮৮ ফুট (১,১২৪ মিটার) |
জনসংখ্যা (২০০৯) | |
• মোট | ১৫ |
সময় অঞ্চল | মাউন্টেইন (এমএসটি) (ইউটিসি-৭:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | এমডিটি (ইউটিসি-৬:০০) |
জিপ কোড | ৮২৭১০ |
আলাদিন যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের পূর্ব ক্রুক কাউন্টিতে অবস্থিত একটি হ্যামলেট।[১] ক্রুক কাউন্টির সদর দপ্তর সানডেন্সের উত্তর-পূর্বে ডব্লিউওয়াইও ২৪ ও ডব্লিউওয়াইও ১১১ মহাসড়কের সংযোগস্থলে আলাদিন হ্যামলেটের অবস্থান।[২] এটি সাগরপৃষ্ঠ থেকে ৩,৬৮৮ ফুট (১,১২৪ মি) উঁচু।[৩] অনিয়মিত হলেও আলাদিনে একটি ডাকঘর রয়েছে, যার জিপ কোড ৮২৭১০।[৪] স্থানীয় কয়লা শ্রমিকদের খাদ্য সরবরাহের জন্য ১৮৯৬ সালে নির্মিত সাধারণ দোকানে ডাকঘরটি অবস্থিত।
২০১৪ সালের জুলাই মাসে শহরটির মালিক ব্র্যাঙ্গল পরিবার ১.৫ মিলিয়ন মার্কিন ডলারে শহরটি বিক্রির ঘোষণা দেয়।[১] কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায়, ব্র্যাঙ্গল পরিবারের পক্ষে রিক ব্র্যাঙ্গল শহরটি নিলামে তোলেন।[৫] ২০১৭ সালের ২ জুন নিলাম হওয়ার পর[৬] শহরটি বিক্রি হলেও চুক্তিতে আসতে ব্যর্থ হয়। ২০১৯ সালের জুন মাসে ট্রেন্ট পোপ শহরটি কিনে নেয়।[৭]
২০০৯ সালের যুক্তরাষ্ট্রের জনগণনা অনুযায়ী আলাদিনে ৫টি পরিবারে ১৫ জন লোক বাস করলেও কয়লা উত্তোলনের সময় ২০০ জন পর্যন্ত লোকের বসবাস ছিল।[১] ক্রুক কাউন্টি বিদ্যালয় জেলা নম্বর ১-এর মাধ্যমে আলাদিনে গণশিক্ষা পরিচালনা করা হয়৷
কোপেন জলবায়ু শ্রেণীকরণ অনুযায়ী আলাদিনের জলবায়ু আংশিক মরুজ।[৮]
১৯৮৬ সালের বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর পারিবারিক চলচ্চিত্র হাইপার সেপিয়েন: পিউপল ফ্রম অ্যানাদার স্টার-এর পটভূমির ঘটনাসমূহ আলাদিনে সংঘটিত হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |