আলাদিন (Aladdin) | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার; জন এ্যালভিন-এর তৈরি শিল্পকর্ম | |
পরিচালক | রন ক্লেমেন্টস জন মুসকার |
প্রযোজক | রন ক্লেমেন্টস জন মুসকার |
রচয়িতা | রন ক্লেমেন্টস জন মুসকার টেড ইলিয়ট টেরি রোজিও |
শ্রেষ্ঠাংশে | স্কট উইংগার জনাথন ফ্রিম্যান রবিন উইলিয়ামস লিন্ডা লারকিন ফ্রাঙ্ক ওয়েলকার গিলবার্ট গটফ্রিড ডগলাস সিলে |
বর্ণনাকারী | রবিন উইলিয়ামস |
সুরকার | অ্যালেন ম্যানকিন |
সম্পাদক | মার্ক এ হেস্টার এইচ. লি পিচারসন |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | Buena Vista Pictures |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯০ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ২ কোটি ৮০ লাখ ডলার[১] |
আয় | ৫০,৪০,৫০,২১৯ ডলার[১] |
আলাদিন (ইংরেজি: Aladdin) হল ১৯৯২ সালে ওয়াল্ট ডিজনি ফিচার এনিমেশন নির্মিত এবং ওয়াল্ট ডিজনি পিকচার্স দ্বারা মুক্তিপ্রাপ্ত একটি এনিমেটেড গীতিনির্ভর, কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্র। এটি ওয়াল্ট ডিজনি এনিমেটেড ক্লাসিক সিরিজের ৩১তম এনিমেটেড সিরিজ এবং ডিজনি রেনেঁসা নামে খ্যাত ডিজনি চলচ্চিত্র যুগ-এর অংশ। জন মাস্কার ও রন ক্লিমেন্টস পরিচালিত এই ছবিটি আরব্য রজনীর আলাদিন ও তার যাদুর চেরাগ নামক উঁপকথার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
১৯৯২ সালের ২৫শে নভেম্বর মুক্তির পর চলচ্চিত্রটি ইতিবাচক মুল্যায়ন পায় এবং শুধু যুক্তরাষ্ট্র থেকে ২১.৭ কোটি ডলার এবং বিশ্বের অন্যান্য স্থান থেকে ৫০.৪ কোটি ডলার আয় করার মাধ্যমে ১৯৯২ সালের সবচেয়ে ব্যাবসাসফল ছবিতে পরিণত হয়। এটি বেশ কিছু পুরস্কার লাভ করে, যার অধিকাংশই পায় এর গানগুলোর জন্য। পরবর্তীতে নির্মিত এর দুটি সিকুয়্যাল দ্য রিটার্ন টু জাফর ও আলাদিন এন্ড দ্য কিং অফ থিভস্ থিয়েটারে মুক্তির দশ বছর পর ২০০৫ সালে সরাসরি ডিভিডিতে মুক্তি পায়, একটি ধারাবাহিক টেলিভিশন সিরিজ নির্মিত হয় এবং এই ছবিকে ভিত্তি করে নির্মিত খেলনা, ভিডিও গেম, ডিজনি বিক্রয়পণ্য বাজারে ছাড়া হয়।