বানী-ই-মিল্লত গাজী-ই-তিব্বত আলী মেচ রহমাতুল্লাহি আলাইহি | |
---|---|
জন্ম | হিজরী ষষ্ঠ শতাব্দী কামতাপুর |
পেশা | সর্দার |
পরিচিতির কারণ | গজোয়া-ই-তিব্বত |
আলী মেচ খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে তৎকালীন কামতাপুর রাজ্যের (বর্তমান ভারতের আসাম অঞ্চলের) মেচ উপজাতি গোষ্ঠীর প্রধান ছিলেন।[১][২] ১২০৬ এর তিব্বত অভিযানে তারা বখতিয়ার খলজীকে সাহায্য করেছিল।[৩]
তাকে আসামের প্রথম ইসলামে ধর্মান্তরিত ব্যক্তি বলে মনে করা হয়।[৪] তিনি ১২০৫ খ্রিষ্টাব্দে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আসামের "দেশি" মানুষদের জাতির পিতা হিসাবে বিবেচিত হন।[৫]