আলি সামুহ

আলি সামুহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলি সামুহ
জন্ম (1996-07-05) ৫ জুলাই ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান মাহিবাধু, মালদ্বীপ[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মাজিয়া
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়
২০১২–২০১৫ মাহিবাডু
২০১৬ মাজিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
0000–২০১৫ মাহিবাডু
২০১৬– মাজিয়া
জাতীয় দল
২০১৩ মালদ্বীপ অনূর্ধ্ব-১৯
২০১৪ মালদ্বীপ অনূর্ধ্ব-২৩
২০১৫– মালদ্বীপ ২৭ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলি সামুহ (ইংরেজি: Ali Samooh; জন্ম: ৫ জুলাই ১৯৯৬) হলেন একজন মালদ্বীপীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মালদ্বীপীয় ক্লাব মাজিয়া এবং মালদ্বীপ জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২–১৩ মৌসুমে, মালদ্বীপীয় ফুটবল ক্লাব মাহিবাডুর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মাজিয়ার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। মালদ্বীপীয় ক্লাব মাহিবাডুর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; মাহিবাডুর হয়ে খেলার পর ২০১৬–১৭ মৌসুমে তিনি মালদ্বীপীয় ক্লাব মাজিয়ায় যোগদান করেছেন।

২০১৩ সালে, আলি মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মালদ্বীপের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে মালদ্বীপের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মালদ্বীপের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলি সামুহ ১৯৯৬ সালের ৫ই জুলাই তারিখে মালদ্বীপের মাহিবাধুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আলি মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ এবং মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মালদ্বীপের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৫ সালের ২৮শে ডিসেম্বর তারিখে, মাত্র ১৯ বছর, ৫ মাস ও ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলি আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মালদ্বীপের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি আফগানিস্তান ০–৪ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] মালদ্বীপের হয়ে অভিষেকের বছরে আলি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর, ১০ মাস ও ২২ দিন পর, মালদ্বীপের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০১৯ সালের ১৯শে নভেম্বর তারিখে, গুয়ামের বিরুদ্ধে ম্যাচের ২৩তম মিনিটে আলি আশফাকের অ্যাসিস্ট হতে মালদ্বীপের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মালদ্বীপ ২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২১
সর্বমোট ২৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ahmed Rizuvan"। metafootball.com। ২০১৬-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Afghanistan - Maledives 4:1 (Friendlies 2015, December)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Afghanistan vs. Maldives - 28 December 2015"Soccerway। ২৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Afghanistan - Maldives, Dec 28, 2015 - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  5. Strack-Zimmermann, Benjamin (২৮ ডিসেম্বর ২০১৫)। "Afghanistan vs. Maldives (4:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Maledives - Guam 3:1 (WC Qualifiers Asia 2019-2021, 2nd Round Group A)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Maldives vs. Guam - 19 November 2019"Soccerway। ১৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  8. Strack-Zimmermann, Benjamin (১৯ নভেম্বর ২০১৯)। "Maldives vs. Guam (3:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]