আলিজে | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | আলিজে জাকোতে |
জন্ম | ২১ আগস্ট ১৯৮৪ |
উদ্ভব | আজাক্সিও, কর্সিকা |
ধরন | বিশ্ব সঙ্গীত, পপ সঙ্গীত, ইলেকট্রনিক সঙ্গীত, রক সঙ্গীত |
পেশা | গায়ক |
কার্যকাল | ১৯৯৯-বর্তমান |
লেবেল | পলিডর আরসিএ রেকর্ডস সোনি বিএমজি এর অঙ্গপ্রতিষ্ঠান |
ওয়েবসাইট | alizee-officiel |
আলিজে (ফরাসি: Alizée) হচ্ছেন একজন ফরাসি গায়িকা। ১৯৮৪ সালের ২১ আগস্ট কর্সিকায় জন্ম নেয়া আলিজে ২০০০ সালে গানের জগতে প্রবেশ করেন নিজের প্রথম গানের অ্যালবাম গুর্মঁদিজ (Gourmandises)-এর মাধ্যমে।[১] অ্যালবামটি শুধুমাত্র ফ্রান্সেই নয়, ফ্রান্সের বাইরেও বেশ সাফল্য লাভ করেছিল। এই অ্যালবামের গান, মোয়া...লোলিতা (Moi... Lolita)-র বদৌলতে তিনি ২০০১ সালে ফ্রান্সের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের গায়িকার সম্মান লাভ করেন।[২] অ্যালবামটির ৮ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।[৩] এরপরে তিনি ২০০৩ সালে তার দ্বিতীয় অ্যালবাম মে কুরঁ এলেকত্রিক (Mes Courants Électriques) প্রকাশ করেন। এটি তার প্রথম অ্যালবামের মতো সাফল্য লাভ না করলেও এটির ৪ লাখের বেশি কপি বিক্রি হয়, যা ব্যবসায়িকভাবে বেশ সফল।[৪] এই অ্যালবামের পরে তিনি পাঁচ বছর গানের জগৎ থেকে দূরে থাকেন, এর মধ্যে তিনি ফরাসি গায়ক জেরেমি শাতলাঁ কে বিয়ে করেন এবং তাদের ঘরে অ্যানি-লি নামের একজন কন্যাসন্তানের জন্ম হয়েছে। এর পর তিনি ২০০৭ সালে সিকেদেলিস (Psychédélices) নামক অ্যালবামের গানসম্ভার দিয়ে শ্রোতাদের মন জয় করতে প্রকাশ করেন, যা ফরাসি মিউজিক ডাউনলোড চার্টে সপ্তম স্থান ও মেক্সিকান মিউজিক চার্টে তিন নম্বর স্থান অর্জন করে।[৫][৬]