আলিপুরা রাজ্য | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৭৫৭–১৫ আগস্ট ১৯৪৭ | |||||||
আলিপুরা রাজ্য, ইম্পেরিয়াল গেজেটে | |||||||
আয়তন | |||||||
• ১৯৩১ | ১৮৯ বর্গকিলোমিটার (৭৩ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯৩১ | 15,316 | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৭৫৭ | ||||||
• ব্রিটিশ দখলশেষ | ১৫ আগস্ট ১৯৪৭ | ||||||
| |||||||
বর্তমানে যার অংশ | মধ্য প্রদেশ, ভারত |
আলিপুরা ছিল একটি দেশীয় রাজ্য যা বর্তমান ভারতের মধ্য প্রদেশ রাজ্যের ছাতারপুর জেলায় অবস্থিত।[১]
রাজ্যের রাজধানী আলিপুরা গোয়ালিয়রের এবং সাতনার ২৫°১০′৩১″ উত্তর ৭৯°২০′০৮″ পূর্ব / ২৫.১৭৫৩৪০০° উত্তর ৭৯.৩৩৫৪৯০০° পূর্ব মধ্যে অবস্থিত। ভারতের ১৮৮১ সালের আদম শুমারি অনুসারে এর জনসংখ্যা ৩২৩২ জন।
১৭৫৭ সালে পন্ন রাজ্যের রাজা আমান সিংহ আলিপুরের আশেপাশের জমি তৎকালীন পান্নার সরদার মুকুন্দ সিংহের ছেলে অচল সিংকে জমি দিয়ে এই রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন।[২] আধ্যাত্মিকতা ১৮০৮ সালে এটি ব্রিটিশ আধিপাত্যে আসে এবং মধ্য ভারতের বুন্দেলখন্ড এজেন্সির অংশ করা হয়।[৩]
আলিপুরের সর্বশেষ প্রতিহারা শাসক ১৯৫০ সালের ১ জানুয়ারি ভারতীয় ইউনিয়নের প্রবেশ করেন।[১]
শাসকরা রাও উপাধি ব্যবহার করতেন।[৪]
আলিপুর রাজ্যের শাসকদের দ্বারা নির্মিত রাজবাড়ির মূল অংশটি প্রায় দেড়শ বছরের পুরানো, যার একটি অংশ ৩ শতাব্দীরও বেশি পুরানো। ভবনটি সংস্কার করে একটি ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তর করা হয়েছে যা প্রাক্তন শাসক পরিবারের সরাসরি বংশধর দ্বারা পরিচালিত।[৫]
২৫°১০′৩০″ উত্তর ৭৯°২৪′০০″ পূর্ব / ২৫.১৭৫০০° উত্তর ৭৯.৪০০০০° পূর্ব