আলীয়া খালাফ সালেহ | |
---|---|
জন্ম | ১৯৫৬ সালাহ আল-দিনা,ইরাক |
জাতীয়তা | ইরাকি |
পেশা | বিশেষকার্যের কর্মী,শিক্ষক |
পুরস্কার | মেডেল অব দ্য স্টেট, ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড |
আলীয়া খালাফ সালেহ (উম্ম কুসাই জন্ম ১৯৫৬ সালে সালাহ আল-দিনা, ইরাক) একজন পরহিতব্রতী। ২০১৮ সালে তিনি ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন।
২০১৪ সালে ক্যাম্প স্পেইচার হত্যাকাণ্ডের পর, তিনি ইরাকি ক্যাডেটদের উদ্ধার করেন, এবং তাদেরকে নিরাপদে চোরাচালান করেন।[১][২] ২০১৫ সালে তাকে ইরাক মেডেল অব স্টেট পুরস্কার প্রদান করা হয়।