পরামর্শদাতা পরিষদ |
---|
প্রশাসনিক বিভাগ (পৌরসভা) |
আলে সানি পরিবার (আরবি: آل ثاني ) হলো বর্তমান কাতারের একটি শাসক পরিবার, যাদের উদ্ভব বনু তামিম উপজাতীয় সংঘের আল-মাদিদ গোত্র থেকে।[১] এই পরিবারটি ১৯ শতকে তাদের নেতা মোহাম্মদ বিন সানির অধীনে দোহায় এসে বসতি স্থাপন করে। [২] শেখ মোহাম্মদের পিতা সানি বিন মোহাম্মদের নামে এই গ্রুপটির নাম আলে সানি (সানির বংশধর) রাখা হয়েছে।[৩]
হাকিম ও আমিরদের তালিকা:
সানি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
মোহাম্মদ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
জসিম | আহমেদ | ফাহাদ | ইদ | জবর | সামির | ||||||||||||||||||||||||||||||||||||||||
শেখ জসিম বিন মোহাম্মদ আলে সানি (১৮২৫-১৯১৩) হচ্ছেন আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা ১ম আমির।
১. শেখ ফাহাদ বিম জসিম আলে সানি (১৮?-১৮? ; অল্প বয়সে মারা যান)।
২. শেখ খলিফা বিন জসিম আলে সানি (১৮৫১-?)
৩. শেখ সানি বিন জসিম আলে সানি (১৮৫৬-১৯৪৩), আল গারাফার শেখ।
৪. শেখ আব্দুর রহমান বিন জসিম আলে সানি (১৮৭১-১৯৩০), আল ওয়াকরার শেখ।
৫. শেখ আব্দুল্লাহ বিন জসিম আলে সানি (১৮৮০- ১৯৫৭), আল রাইয়ানের সাবেক শেখ, কাতারের শাসক (১৯১৪-১৯৪০), (১৯৪৮-১৯৪৯)।
৬. শেখ আলি বিন জসিম আলে সানি (১৮?-১৮?; যুবক থাকা অবস্থায় মারা যান)।
৭. শেখ মুহাম্মদ বিন জসিম আলে সানি (১৮৮১-১ ৯৭১), উম সালাল মুহাম্মদের শেখ।
৭.১. শেখ জসিম বিন মুহাম্মদ বিন জসিম আলে সানি।
৭.১.১. শেখ ফাহাদ বিন জসিম আলে সানি (?-১৯৭৭)।
৭.১.১.১. শেখ ফইসাল বিন ফাহাদ আলে সানি।
৭.১.১.২. শেখ হামাদ বিন ফাহাদ আলে সানি।
৭.১.১.৩. শেখ আব্দুল্লাহ বিন ফাহাদ আলে সানি।
৭.১.২. শেখ নাসির বিন জসিম আলে সানি।
৭.১.৩. শপখ আব্দুল আজিজ বিন জসিম আলে সানি (১৮??-১৯৭০)।
৭.১.৪. শেখ খালিদ বিন জসিম আল থানি
৭.১.৪.১. শেখ ?? বিন খালিদ আল থানি
৭.১.৪.২. শেখ??? বিম খালিদ আল থানি
৭.১.৫. শেখ হামাদ বিন জসিম আল থানি
৭.১.৫.১. শেখ ?? বিন হামাদ আল থানি
৭.১.৫.২. শেখ ??? বিন হামাদ আল থানি
৭.১.৬. শেখ আব্দুল রহমান বিন জসিম আল থানি
৭.১.৬.১. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৬.২. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৬.৩. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৬.৪. শেখ??? বিন আব্দুল রহমান আল থানি
৭.১.৭. শেখ আলি বিন জসিম আল থানি
৭.১.৮. শেখ আব্দুল্লাহ বিন জসিম আল থানি
৭.১.৮.১. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৮.২. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৮.৩. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৮.৪. শেখ??? বিন আব্দুল্লাহ আল থানি
৭.১.৯. শেখ খলিফা বিন জসিম আল থানি (১৯৫৯)
৭.১.৯.১. শেখ জসিম বিন খলিফা আল থানি
৭.১.৯.২. শেখ মুহাম্মদ বিন খলিফা আল থানি
৭.১.৯.৩. শেখ সুলতান বিম খলিফা আল থানি
৭.১.৯.৪. শেখ আহমেদ বিন খলিফা আল থানি
৭.১.৯.৫. শেইখা নাজলা বিনতে খলিফা আল থানি
৭.১.৯.৬. শেইখা রীম বিনতে খলিফা আল থানি
৭.১.১০. শেখ সালমান বিন জসিম আল থানি
৭.১.১০.১. শেখ??? বিন সালমান আল থানি
৭.১.১০.২. শেখ??? বিন সালমান আল থানি
৭.১.১০.৩. শেখ??? বিন সালমান আল থানি
৭.১.১১. শেখ সাউদ বিন জসিম আল থানি
৭.১.১১.১. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১১.২. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১১.৩. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১১.৪. শেখ??? বিন সাউদ আল থানি
৭.১.১২. শেখ সুলতান বিন জসিম আল থানি, বিবাহিত
৭.১.১৩. শেখ ফয়সাল বিন জসিম আল থানি
৭.১.১৩.১. শেখ??? বিন ফয়সাল আল থানি
৭.১.১৪. শেখ হাসান বিন জসিম আল থানি
৭.১.১৪.১. শেখ??? হামিদ মুহাম্মদ
৭.১.১৫. শেইখা নূর বিনতে জসিম আল থানি, বিবাহিত
৭.১.১৬. শেইখা রওদা বিনতে জসিম আল থানি, আব্দুল্লাহ বিন আহমেদ বিন আদুল্লাহর সাথে বিবাহিত
৭.১.১৭. শেইখা আমেনা বিনতে জসিম আল থানি, খালেদ বিন হামাদ বিন আব্দুল্লাহ এর সাথে বিবাহিত
৭.১.১৮. শেইখা আল-আনুদ বিনতে জসিম আল থানি, বিবাহিত, ২ ছেলে ও ২ মেয়েও রয়েছে
৭.১.১৯. শেইখা তামাথের বিনতে জসিম আল থানি
৭.১.২০. শেইখা ফাতেমা বিনতে জসিম আল থানি
৭.১.২১. শেইখা মুনা বিনতে জসিম আল থানি
৭.১.২২. শেইখা জাওয়াহের বিনতে জসিম আল থানি
৭.১.২৩. শেইখা শেইখা বিনতে জসিম আল থানি
৭.১.২৪. শেইখা মহা বিনতে জসিম আল থানি
৭.১.২৫. শেইখা মনীরা বিনতে জসিম আল থানি
৭.১.২৬. শেইখা খওলা বিনতে জসিম আল থানি
৭.১.২৭. শেইখা লীনা বিনতে জসিম আল থানি
৭.১.২৮. শেইখা লুলওয়া বিনতে জসিম আল থানি
৭.১.২৯. শেইখা মরিয়ম বিনতে জসিম আল থানি
৭.১.৩০. শেইখা নূরা বিনতে জসিম আল থানি
৮. শেখ ঘনিম বিন জসিম আল থানি (১৮৮?-১???)
৯. শেখ আলি বিন জসিম আল থানি ২ (১৮৯৩-১৯৭২), উম সালাল আলির শেখ
১০. শেখ ফাহাদ বিন জসিম আল থানি ২ (১৮??-১৮?? অল্প বয়সে মারা যান)
১১. শেখ ফাহাদ বিন জসিম আল থানি ২ (১৮৯৫-সিএ.১৯৮০), আল খিয়েসার শেখ
১২. শেখ আব্দুল আজিজ বিন জসিম আল থানি (১৮৯৬-১৯৮৫), আল মারখিয়ার শেখ
১৩. শেখ সালমান বিন জসিম আল থানি (১৮??-১৮?? জন্মের পরেই মারা যায়)
১৪. শেখ ইদ্রিস বিন জসিম আল থানি (১৮??-১৮?? জন্মের সময় মারা যায়)
১৫. শেখ মুবারক বিন জসিম আল থানি (১৮??-১৮?? জন্মের সময় মারা যায়)
১৬. শেখ সালমান বিন জসিম আল থানি ২ (১৮৯৯-১৯৮৪), দুখানের শেখ
১৭. শেখ নাসের বিন জসিম আল থানি (১৯০?-১৯৭৮), নাসিরিয়ার শেখ
১৮. শেখ সুলতান বিন জসিম আল থানি (১৯০?-১৯৭৬), উম আল আমাদের শেখ
১৯. শেখ আহমেদ বিন জসিম আল থানি (১৯০?-১৯৯৫), আল খোরের শেখ
১৯.১. শেখ খাওয়ার বিন আহমেদ আল থানি, ১৯৯৬ সাল থেকে আল খোরের আমির
১৯.১.১ শেখ ফাহাদ বিন খাওয়ার আল থানি
১৯.১.২ শেখ ?? বিনতে খাওয়ার আল থানি
১৯.১.৩ শেখ ?? বিনতে খাওয়ার আল থানি
১. সানি বিন মোহাম্মদ ১.১. মোহাম্মদ বিন সানি ১.১.৩. শেখ ফাহাদ বিন মুহাম্মদ আলে সানি
আলে সানিরা [৩] বংশগতভাবে মুদার বিন নিজারের কাছে ফিরে যায়। কাতারে যাওয়ার আগে উপজাতিরা দক্ষিণ নজদের (সৌদি আরব) গেব্রিন মরূদ্যানে বসতি স্থাপন করে। [৫] ১৭ কাছাকাছি উপজাতিটি রিয়াদের উত্তর-পূর্বে একটি বসতি উশায়কিরে বাস করত এবং ১৭২০ সালের দিকে তারা কাতারে বসতি স্থাপন করে। কাতারে তাদের প্রথম বসতি দক্ষিণের শহর সিকাকে ছিল এবং সেখান থেকে তারা উত্তর-পশ্চিমে জুবারাহ এবং আল রুওয়াইসে চলে যায়। [৬] তারা ১৯ শতকে তাদের নেতা মুহাম্মদ বিন সানির অধীনে দোহায় এসে বসতি স্থাপন করে। [৫] মোহাম্মদের পিতা সানি বিন মোহাম্মদের নামে গ্রুপটির নাম আলে সানি বা সানির বংশধর করা হয়েছে। [৫]
পরিবারটি চারটি প্রধান উপদল নিয়ে গঠিত: বনি কাসিম, বনি আহমেদ, বনি জাবের ও বনি সামের। [৭] [৮] ১৯৯০ এর দশকের প্রথম দিকে তাদের পরিবারের সদস্যদের সংখ্যা প্রায় ২০,০০০ বলে অনুমান করা হয়েছিল। [৮]
১৯৯৫ সালে রাজপরিবারের অনেক সদস্য তৎকালীন রাজা খলিফা বিন হামাদ আলে সানির বিরুদ্ধে একটি সফল অভ্যুত্থান ঘটিয়েছিলেন। এতে তার ছেলে হামাদ বিন খলিফা আলে সানি রাজা হন। কয়েক মাস পরে কিছু সদস্য আরো একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটায়। এই বংশের শেষ শাসক হলেন বর্তমান আমির তামিম বিন হামাদ আলে সানি।[৭][৯]।
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "hcm1993" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে