আলেকজান্ডার | |
---|---|
পরিচালক | অলিভার স্টোন |
প্রযোজক | মরিট্জ বোরম্যান থমাস শুহ্লি জন কিলিক ইয়ান স্মিথ |
রচয়িতা | অলিভার স্টোন ক্রিস্টোফার কাইলি লেইটা ক্যালিগ্রোডিস (চলচ্চিত্ররূপ) |
শ্রেষ্ঠাংশে | কলিন ফেরাল জ্যারেড লেটো অ্যাঞ্জেলিনা জোলি ভাল কিলমার রোজারিও ডসন অ্যান্থনি হপকিন্স ক্রিস্টোফার প্লামার |
সুরকার | ভ্যাঙ্গেলিস |
চিত্রগ্রাহক | রড্রিগো প্রিয়েত্রো |
সম্পাদক | থমাস জে. নডবার্গ ইয়ান হার্ভে অ্যালেক্স মার্কেজ |
পরিবেশক | ওয়ার্নার ব্রাদার্স (যুক্তরাষ্ট্র) ইন্টারমিডিয়া (আন্তর্জাতিক) |
মুক্তি | ২৪ নভেম্বর, ২০০৪ (যুক্তরাষ্ট্র) ৩ ডিসেম্বর, ২০০৪ (গ্রিস) |
স্থিতিকাল | ১৭৫ মিনিট (হল সংস্করণ) ১৬৭ মিনিট (পরিচালক সংস্করণ) ২১৪ মিনিট (চূড়ান্ত সংস্করণ) |
ভাষা | ইংরেজি ভাষাইংরেজি |
নির্মাণব্যয় | ১,০৮৫ কোটি টাকা |
আয় | ১,১০৭১ কোটি টাকা |
আলকজান্ডার (ইংরেজি: Alexander) ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত, মহামতি আলেকজান্ডারের জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি চলচ্চিত্র। এটির পরিচালক ছিলেন অলিভার স্টোন, এবং আলেকজান্ডারের ভূমিকায় অভিনয় করেছেন কলিন ফেরাল। ১৯৭০-এর দশকে ঐতিহাসিক রবিন লেন ফক্সের লেখা ইতিহাসমূলক বই আলেকজান্ডার দ্য গ্রেট অনুসারে চলচ্চিত্রটির কাহিনী চিত্রিত। তিনি এই ছবিতে তার কৃতিত্বের দাবী ছেড়ে দেন শুধুমাত্র এইজন্য যে, তিনি ছবিটির মধ্যে গগেমেলার যুদ্ধের মহাকাব্যিক অশ্বারোহী আক্রমণের দৃশ্যে অংশ নিয়েছেন।
এই চলচ্চিত্রটি সমালোচকদের দৃষ্টিতে সফল হয় নি, এমন কী যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এটি ব্যবসায়িকভাবেও সফল হতে পারে নি। সেখানে এটির আয় ছিলো মাত্র ২৩৮ কোটি টাকা, যেখানে এটি নির্মাণেই ব্যয় হয়েছে ১,০৮৫ কোটি টাকা। কিন্তু আন্তর্জাতিকভাবে এটি তার ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হয়। আন্তর্জাতিকভাবে এটি ৯২৪ কোটি টাকা আয় করে।[১]
আলেকজান্ডারের পূর্বের ডিভিডি সংস্করণ (পরিচালক সংস্কারণ ও হল সংস্করণ একত্রে) যুক্তরাষ্ট্রে ৩৫ লক্ষ কপি বিক্রি হয়।[২]
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
|সাময়িকী=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)