এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(এপ্রিল ২০২৩) |
আলেকজান্ডার টেলর মিলনে (জানুয়ারি ১৯০৬ - ১৯৯৪) ছিলেন একজন ইংরেজ ইতিহাসবিদ এবং রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটির সম্পাদক ও গ্রন্থাগারিক। [১] তিনি ঐতিহাসিক উৎসের বেশ কয়েকটি গ্রন্থপঞ্জি সংকলনের পাশাপাশি জেরেমি বেন্থামের চিঠিপত্রের দুটি খণ্ডের সম্পাদনার জন্য দায়ী ছিলেন।