আলেকজান্ডার লুডউইগ | |
---|---|
Alexander Ludwig | |
![]() ২০২১ সালে লুডউইগ | |
জন্ম | |
শিক্ষা | সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (বিএ) |
পেশা | অভিনেতা, সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ২০০০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লরেন ডিয়ার (বি. ২০২০) |
আলেকজান্ডার লুডউইগ (ইংরেজি: Alexander Ludwig; জন্ম: ৭ মে ১৯৯২) একজন কানাডীয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী।[১] তিনি শিশু অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরে কিশোর বয়সে দ্য সিকার: দ্য ডার্ক ইজ রাইজিং (২০০৭) ও রেস টু উইচ মাউন্টেন (২০০৯) চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এছাড়া তিনি দ্য হাঙ্গার গেমস (২০১২) চলচ্চিত্রের প্রধান চরিত্র ক্যাটো চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।
তিনি লোন সারভাইভার (২০১৩) চলচ্চিত্রের পার্শ্ব চরিত্র শেন প্যাটন এবং ব্যাড বয়েজ ফর লাইফ (২০২০) চলচ্চিত্রে ডর্ন চরিত্রে অভিনয় করেন। তিনি হিস্ট্রি চ্যানেলের ধারাবাহিক ভাইকিংস (২০১৪-২০২০)-এ বিয়োর্ন আয়রনসাইড চরিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি হিলস ধারাবাহিকে শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন।
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | এমটিভি চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ মারপিট (জেনিফার লরেন্স ও জশ হাচারসনের সাথে) | দ্য হাঙ্গার গেমস | বিজয়ী |
২০১২ | টিন চয়েস পুরস্কার | চয়েস চলচ্চিত্র: খল অভিনয়শিল্পী | দ্য হাঙ্গার গেমস | বিজয়ী |
২০১২ | টিন চয়েস পুরস্কার | চয়েস চলচ্চিত্র: মারপিট(জেনিফার লরেন্স ও জশ হাচারসনের সাথে) | দ্য হাঙ্গার গেমস | মনোনীত |
২০১৪ | গোল্ডেন রাসবেরি পুরস্কার | বাজে পর্দা যুগল (অভিনয়শিল্পীদলের সাথে) | গ্রোন আপস ২ | মনোনীত |
২০১৫ | গোল্ডেন ম্যাপল পুরস্কার | মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি ধারাবাহিকে সেরা অভিনেতা[২] | ভাইকিংস | মনোনীত |