অবস্থান | আলেকজান্দ্রিয়া, মিশর |
---|---|
মালিক | আলেকজান্দ্রিয়া মুহাফাজা |
ধারণক্ষমতা | ১৩,৬৬০[১] |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
চালু | ১৯২৯ |
পুনঃসংস্কার | ২০১৬–২০১৭ |
ভাড়াটে | |
আল-ইত্তিহাদ সুমুহা (বাছাইকৃত ম্যাচ) |
আলেকজান্দ্রিয়া স্টেডিয়াম (আরবি: إستاد الأسكندرية) হলো মিশরের আলেকজান্দ্রিয়া শহরের মহররম বে জেলায় অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। ১৯২৯ সালে রাজা প্রথম ফুয়াদ স্টেডিয়ামটি নির্মাণ করেছিলেন।[২] ২০১৬-২০১৭ সালে পুনর্নির্মাণ ও সংস্কারের পর আলেকজান্দ্রিয়া স্টেডিয়ামের ধারণক্ষমতা এখন ১৩,৬৬০ জন।[৩]
স্টেডিয়ামটি আল-ইত্তিহাদ ফুটবল দলের ঘরোয়া মাঠ হিসেবে ব্যবহৃত হয়, ১৯৫১ভূমধ্যসাগরীয় গেমসের উদ্বোধনী সহ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাচ স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়েছিলো। ১৯৮৬ এবং ২০০৬ আফ্রিকা কাপ অব নেশন্সের একটি মাঠ হিসেবে এটি ব্যবহৃত হয়েছিলো। পাশাপাশি ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ বি-এর ম্যাচগুলো এই স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিলো।[৪]
রাশিয়ান স্থপতি ভ্লাদিমির নিকোহোসভ স্টেডিয়ামটির নকশা করেছিলেন, তিনি ইসলামি স্থাপত্য দ্বারা প্রভাবিত ছিলেন।[৪]
স্টেডিয়ামটি ২০১৯ আফ্রিকা কাপ অব নেশন্সের একটি মাঠ ছিলো। নিম্নোক্ত খেলাগুলো এই স্টেডিয়ামে খেলা হয়েছে:
তারিখ | সময় (মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময়) | ১ম দল | ফলাফল | ২য় দল | পর্ব | দর্শক |
---|---|---|---|---|---|---|
২২ জুন ২০১৯ | ১৯:০০ | নাইজেরিয়া | ১–০ | বুরুন্ডি | গ্রুপ বি | ৩,১৯২ |
২২:০০ | গিনি | ২–২ | মাদাগাস্কার | ৫,৩৪২ | ||
২৬ জুন ২০১৯ | ১৬:৩০ | নাইজেরিয়া | ১–০ | গিনি | ১০,৩৮৮ | |
১৬:৩০ | মাদাগাস্কার | ১–০ | বুরুন্ডি | ৪,৯০০ | ||
৩০ জুন ২০১৯ | ১৮:০০ | মাদাগাস্কার | ২–০ | নাইজেরিয়া | ৯,৮৯৫ | |
৬ জুলাই ২০১৯ | ১৮:০০ | নাইজেরিয়া | ৩–২ | ক্যামেরুন | ১৬ দলের পর্ব | ১০,০০০ |
৭ জুলাই ২০১৯ | ১৮:০০ | মাদাগাস্কার | ২–২ (৪–২ পে.) | গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | ১৬ দলের পর্ব | ৫,৮৯০ |
মিশরের ক্রীড়া মাঠ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |