ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলেক্স নিকোলাও তেলেস[১] | ||
জন্ম | [২] | ১৫ ডিসেম্বর ১৯৯২||
জন্ম স্থান | কাশিয়াস দো সুল, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ২৭ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১১ | জুভেন্তুদে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১–২০১২ | জুভেন্তুদে | ১৩ | (২) |
২০১৩–২০১৪ | গ্রেমিও | ৩৬ | (১) |
২০১৪–২০১৬ | গালাতাসারায় | ৩৯ | (২) |
২০১৫–২০১৬ | → ইন্টার মিলান (ধার) | ২১ | (০) |
২০১৬–২০২০ | পোর্তু | ১২৯ | (২১) |
২০২০– | ম্যানচেস্টার ইউনাইটেড | ৩০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৯– | ব্রাজিল | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৪১, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৪১, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আলেক্স নিকোলাও তেলেস (পর্তুগিজ: Alex Telles; জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৯২; আলেক্স তেলেস নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
তেলেস ২০১৯ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
আলেক্স নিকোলাও তেলেস ১৯৯২ সালের ১৫ই ডিসেম্বর তারিখে ব্রাজিলের কাশিয়াস দো সুলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। ব্রাজিলে জন্মগ্রহণ করলেও তেলেস ইতালির পাসপোর্টধারী, যার ফলে তিনি ইতালি জাতীয় দলের হয়ে খেলার যোগ্য।[৩] ২০১৬ সালের অক্টোবর মাসে, তেলেস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি ইতালির হয়ে ডাক পেলে তাকে স্বাগত জানাবেন, কেননা তা দাদামহ ইতালীয় ছিলেন এবং তিনি নিজেকে একজন ইতালীয় বলে মনে করেন।[৪]
২০১৯ সালের ২৩শে মার্চ তারিখে, ২৬ বছর, ৩ মাস ও ৮ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী তেলেস পানামার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[৫][৬] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৭] ম্যাচে তিনি ৬ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৮] ম্যাচটি ১–১ গোলে ড্র করেছিল।[৯] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে তেলেস সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ব্রাজিল | ২০১৯ | ১ | ০ |
২০২০ | ৩ | ০ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ৬ | ০ |