ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মিহাই আলেক্সান্দ্রু দোব্রে[১] | ||
জন্ম | ৩০ আগস্ট ১৯৯৮ | ||
জন্ম স্থান | বুখারেস্ট, রোমানিয়া | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | দিজোঁ | ||
জার্সি নম্বর | ২৯ | ||
যুব পর্যায় | |||
–২০১৬ | গেওর্গে হাজি | ||
২০১৬–২০১৭ | বোর্নমাথ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০২০ | বোর্নমাথ | ০ | (০) |
২০১৭–২০১৮ | → বুরি (ধার) | ১০ | (০) |
২০১৮ | → রচডেল (ধার) | ৫ | (১) |
২০১৯ | → ইয়োভল টাউন (ধার) | ২১ | (১) |
২০২০ | → উইগান অ্যাথলেটিক (ধার) | ১ | (০) |
২০২০– | দিজোঁ | ২৩ | (০) |
২০২০– | দিজোঁ যুব | ৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | রোমানিয়া অনূর্ধ্ব-১৭ | ৩ | (০) |
২০১৭–২০২১ | রোমানিয়া অনূর্ধ্ব-২১ | ৫ | (১) |
২০২১– | রোমানিয়া অনূর্ধ্ব-২৩ | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:২১, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:২১, ২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মিহাই আলেক্সান্দ্রু দোব্রে (রোমানীয়: Alex Dobre; জন্ম: ৩০ আগস্ট ১৯৯৮; আলেক্স দোব্রে নামে সুপরিচিত) হলেন একজন রোমানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রোমানিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগা ১-এর ক্লাব দিজোঁ এবং রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, দোব্রে রোমানিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে রোমানিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
মিহাই আলেক্সান্দ্রু দোব্রে ১৯৯৮ সালের ৩০শে আগস্ট তারিখে রোমানিয়ার বুখারেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
দোব্রে জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[২][৩]