আলেক্সান্দ্রা কেযরাকোভ

আলেক্সান্দ্রা কেযরাকোভ
২০১১ সালে জাতীয় দলের সাথে কেযরাকোভ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেক্সান্দ্রা নাতিনিয়ভিচ কেযরাকোভ
জন্ম (1982-11-27) ২৭ নভেম্বর ১৯৮২ (বয়স ৪২)
জন্ম স্থান কিঙ্গিস্‌সিপ, রাশিয়া
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
যেনিত সেইন্ট পিটার্সবার্গ
জার্সি নম্বর ১১
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০১-২০০৬ যেনিত সেইন্ট পিটার্সবার্গ ১৫৬ (৬৪)
২০০৭-২০০৮ সেভিলা ২৬ (৮)
২০০৮-২০১০ ডায়নামা মস্কো 51 (20)
2010– যেনিত সেইন্ট পিটার্সবার্গ ১০১ (৫২)
জাতীয় দল
২০০২– রাশিয়া ৮০ (২৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

আলেক্সান্দ্রা নাতিনিয়ভিচ কেযরাকোভ (রুশ: Алекса́ндр Анато́льевич Кержако́в [ɐlʲɪkˈsandr ɐnɐˈtolʲɪvʲɪt͡ɕ kʲɪrʐɐˈkof]) জন্ম:২৭ নভেম্বর ১৯৮২ কিঙ্গিস্‌সিপ, রাশিয়া (সাবেক রাশিয়ান এসএফএসআর) রুশ ফুটবলার যিনি বর্তমানে রুশ জাতীয় ফুটবল দল ও রুশ ক্লাব যেনিত সেইন্ট পিটার্সবার্গের হয়ে খেলছেন।[] তিনি রুশ ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা, এখন পর্যন্ত যার রুশ ক্লাব ফুটবলে ২১০ এর অধিক গোল রয়েছে। যেনিত সেইন্ট পিটার্সবার্গ ছাড়াও এই স্ট্রাইকার তার ক্লাব ক্যারিয়ারে স্পেনের সেভিলা ও আরেক রুশ ক্লাব ডায়নামা মস্কোর হয়ে খেলেছেন। তিনি জাতীয় দলের হয়ে ২০০২ বিশ্বকাপে খেলেছেন ও ব্রাজিলে হতে যাওয়া ২০১৪ ফিফা বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন।

ক্যারিয়ার

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য সর্বমোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
যেনিত সেইন্ট পিটার্সবার্গ ২০০১ ২৮ ৩৩
২০০২ ২৯ ১৪ ৩৩ ১৬
২০০৩ ২৭ ১৩ ৩০ ১৬
২০০৪ ২৯ ১৮ ৪২ ৩০
২০০৫ ২৫ ৩৮ ১৫
২০০৬ ২১ ২৯ ১০
সর্বমোট ১৫৯ ৬৪ ২৩ ১৬ ২৩ ১৫ ২০৫ ৯৫
সেভিলা ২০০৬-০৭ ১৫ ২৭
২০০৭-০৮ ১১ ১৯
সর্বমোট ২৬ ১১ ৪৬ ১১
ডিনামা মস্কো ২০০৮ ২৭ ২৯
২০০৯ ২৪ ১২ ৩০ ১৫
সর্বমোট ৫১ ১৯ ৫৯ ২৩
যেনিত সেইন্ট পিটার্সবার্গ ২০১০ ২৮ ১৩ ৩৬ ১৭
২০১১-১২ ৩২ ২৩ ৪২ ২৪
২০১২-১৩ ১৫ ১০ ১৬ ১১
সর্বমোট ৭৫ ৪৬ ১৭ ৯৪ ৫২
ক্যারিয়ার সর্বমোট ৩১১ ১৩৭ ৪১ ১৯ ৫৫ ২৫ ৪১০ ১৮১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kerzhakov zurück zu Zenit"। Transfermarkt.de। ২ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]