ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলেক্সান্দ্রা নাতিনিয়ভিচ কেযরাকোভ | ||
জন্ম | ২৭ নভেম্বর ১৯৮২ | ||
জন্ম স্থান | কিঙ্গিস্সিপ, রাশিয়া | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | যেনিত সেইন্ট পিটার্সবার্গ | ||
জার্সি নম্বর | ১১ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০১-২০০৬ | যেনিত সেইন্ট পিটার্সবার্গ | ১৫৬ | (৬৪) |
২০০৭-২০০৮ | সেভিলা | ২৬ | (৮) |
২০০৮-২০১০ | ডায়নামা মস্কো | 51 | (20) |
2010– | যেনিত সেইন্ট পিটার্সবার্গ | ১০১ | (৫২) |
জাতীয় দল‡ | |||
২০০২– | রাশিয়া | ৮০ | (২৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক। |
আলেক্সান্দ্রা নাতিনিয়ভিচ কেযরাকোভ (রুশ: Алекса́ндр Анато́льевич Кержако́в [ɐlʲɪkˈsandr ɐnɐˈtolʲɪvʲɪt͡ɕ kʲɪrʐɐˈkof]) জন্ম:২৭ নভেম্বর ১৯৮২ কিঙ্গিস্সিপ, রাশিয়া (সাবেক রাশিয়ান এসএফএসআর) রুশ ফুটবলার যিনি বর্তমানে রুশ জাতীয় ফুটবল দল ও রুশ ক্লাব যেনিত সেইন্ট পিটার্সবার্গের হয়ে খেলছেন।[১] তিনি রুশ ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা, এখন পর্যন্ত যার রুশ ক্লাব ফুটবলে ২১০ এর অধিক গোল রয়েছে। যেনিত সেইন্ট পিটার্সবার্গ ছাড়াও এই স্ট্রাইকার তার ক্লাব ক্যারিয়ারে স্পেনের সেভিলা ও আরেক রুশ ক্লাব ডায়নামা মস্কোর হয়ে খেলেছেন। তিনি জাতীয় দলের হয়ে ২০০২ বিশ্বকাপে খেলেছেন ও ব্রাজিলে হতে যাওয়া ২০১৪ ফিফা বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | সর্বমোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
যেনিত সেইন্ট পিটার্সবার্গ | ২০০১ | ২৮ | ৬ | ৫ | ২ | ০ | ০ | ০ | ০ | ৩৩ | ৮ |
২০০২ | ২৯ | ১৪ | ২ | ০ | ২ | ২ | ০ | ০ | ৩৩ | ১৬ | |
২০০৩ | ২৭ | ১৩ | ৩ | ৩ | ০ | ০ | ০ | ০ | ৩০ | ১৬ | |
২০০৪ | ২৯ | ১৮ | ৬ | ৬ | ৭ | ৬ | ০ | ০ | ৪২ | ৩০ | |
২০০৫ | ২৫ | ৭ | ৫ | ৫ | ৪ | ৩ | ০ | ০ | ৩৮ | ১৫ | |
২০০৬ | ২১ | ৬ | ২ | ০ | ৬ | ৪ | ০ | ০ | ২৯ | ১০ | |
সর্বমোট | ১৫৯ | ৬৪ | ২৩ | ১৬ | ২৩ | ১৫ | ০ | ০ | ২০৫ | ৯৫ | |
সেভিলা | ২০০৬-০৭ | ১৫ | ৫ | ৫ | ০ | ৮ | ২ | ০ | ০ | ২৭ | ৭ |
২০০৭-০৮ | ১১ | ৩ | ৩ | ০ | ৩ | ১ | ২ | ০ | ১৯ | ৪ | |
সর্বমোট | ২৬ | ৮ | ৮ | ০ | ১১ | ৩ | ২ | ০ | ৪৬ | ১১ | |
ডিনামা মস্কো | ২০০৮ | ২৭ | ৭ | ২ | ১ | ০ | ০ | ০ | ০ | ২৯ | ৮ |
২০০৯ | ২৪ | ১২ | ২ | ২ | ৪ | ১ | ০ | ০ | ৩০ | ১৫ | |
সর্বমোট | ৫১ | ১৯ | ৪ | ৩ | ৪ | ১ | ০ | ০ | ৫৯ | ২৩ | |
যেনিত সেইন্ট পিটার্সবার্গ | ২০১০ | ২৮ | ১৩ | ৩ | ০ | ৫ | ৪ | ০ | ০ | ৩৬ | ১৭ |
২০১১-১২ | ৩২ | ২৩ | ৩ | ০ | ৭ | ১ | ০ | ০ | ৪২ | ২৪ | |
২০১২-১৩ | ১৫ | ১০ | ০ | ০ | ৫ | ১ | ১ | ০ | ১৬ | ১১ | |
সর্বমোট | ৭৫ | ৪৬ | ৬ | ০ | ১৭ | ৬ | ১ | ০ | ৯৪ | ৫২ | |
ক্যারিয়ার সর্বমোট | ৩১১ | ১৩৭ | ৪১ | ১৯ | ৫৫ | ২৫ | ৩ | ০ | ৪১০ | ১৮১ |
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)