আলেহান্দ্রো গোন্সালেস ইনিয়ার্রিতু | |
---|---|
![]() | |
জন্ম | |
পেশা | পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৯৫ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মারিয়া এলাদিয়া হ্যাগারম্যান |
সন্তান | ২ |
পুরস্কার | পূর্ণ তালিকা |
আলেহান্দ্রো গোন্সালেস ইনিয়ার্রিতু (স্পেনীয় ভাষায়: Alejandro González Iñárritu) (জন্ম: ১৫ই আগস্ট, ১৯৬৩) হলেন একজন মেক্সিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ইনারিতু প্রথম মেক্সিকান চলচ্চিত্র পরিচালক যিনি সেরা পরিচালক হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিলেন।
ইনারিতু ছয়টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্রসমূহ হল ডেথ ত্রয়ী খ্যাত তিনটি চলচ্চিত্র আমোরেস পেররোস (২০০০), ২১ গ্রাম্স (২০০৩), ও বাবেল (২০০৬), এবং বিউতিফুল (২০১০), বার্ডম্যান বা (দ্য আনেক্সপেক্টেড ভার্চু অব ইগনোরেন্স) ও দ্য রেভেন্যান্ট। তার শেষ তিনটি ছবিই বিপুল সফলতা অর্জন করেছে। বার্ডম্যান চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার লাভ করেন।[১] পরের বছর দ্য রেভেন্যান্ট চলচ্চিত্রের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৫০ সালের পর তৃতীয় পরিচালক হিসেবে টানা দুই বার শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার জিতেন।
মেক্সিকান পরিচালক গিয়ের্মো দেল তরো ও আলফোনসো কুয়ারোন ইনারিতুর কাছের বন্ধু, তাদের তিনজনকে একত্রে "চলচ্চিত্রের তিন বন্ধু" বলে অভিহিত করা হয়।[২]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | প্রযোজক | চিত্রনাট্যকার | সম্পাদক | টীকা |
---|---|---|---|---|---|---|
২০০০ | আমোরেস পেররোস | হ্যাঁ | হ্যাঁ | না | হ্যাঁ | |
২০০৩ | ২১ গ্রাম্স | হ্যাঁ | হ্যাঁ | না | না | |
২০০৬ | বাবেল | হ্যাঁ | হ্যাঁ | না | না | বিজয়ী: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা চলচ্চিত্র - নাট্য) |
২০১০ | বিউতিফুল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র) |
২০১৪ | বার্ডম্যান বা (দ্য আনেক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স) | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার বিজয়ী: শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার |
২০১৫ | দ্য রেভেন্যান্ট | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার |